
বেলঘরিয়ায় তৃণমূল নেতাকে লক্ষ্য করে পরপর চলল গুলি, জখম ২
ফের দুষ্কৃতীরা এলোপাথাড়ি গুলিতে গুলিবিদ্ধ হয়েছেন তৃণমূল নেতা-সহ দু’জন। শনিবার রাতের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে বেলঘরিয়ার উত্তর বাসুদেবপুরে। জানা গিয়েছে, তৃণমূল নেতা বিকাশ সিংয়ের বুকে ও পেটে গুলি লেগেছে। অন্যদিকে, সন্তু দাস নামে আরও এক ব্যাক্তির গুলি কোমরে লেগেছে ৷ এর মধ্যে তৃণমূল নেতার শারীরিক অবস্থা আশঙ্কাজনক। তাঁকে কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে। সন্তু অবশ্য চিকিৎসাধীন রয়েছে কামারহাটির সাগর দত্ত মেডিক্যাল কলেজে ৷ খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছন ব্যারাকপুর কমিশনারেটের ডিসি (সাউথ) অনুপম সিং। তিনি এই ঘটনার প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে বয়ান নেওয়া হয়েছে। রাজনৈতিক কারণ নাকি ঘটনার নেপথ্যে ব্যাক্তিগত কোনও শত্রুতা রয়েছে তা খতিয়ে দেখছে বেলঘরিয়া থানার পুলিশ। জানা গিয়েছে, ওইদিন সন্ধ্যায় বাড়ি থেকে বেলঘরিয়ার টেক্সম্যাকো কারখানায় গিয়েছিলেন ৷ সেখানে তৃণমূল শ্রমিক সংগঠনের সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন বিকাশ। কাজের ফাঁকে স্থানীয় একটি চায়ের দোকানে তিনি গিয়েছিলেন ৷ অন্যদিকে, আগরপাড়ার বাসিন্দা সন্তু নিজের স্ত্রীকে সঙ্গে নিয়ে বেলঘরিয়ার উত্তর বাসুদেবপুরে এসেছিলেন ডাক্তার দেখাবেন বলে। ডাক্তার দেখানোর পর ওই চায়ের দোকানে দাঁড়িয়ে চা খাচ্ছিলেন দম্পতিও।ঘড়ির কাঁটায় তখন রাত আটটা বেজে পঁয়তাল্লিশ মিনিট। গমগম করছে গোটা এলাকা। এমন সময় তিন বাইক আরোহী দুষ্কৃতী চায়ের দোকান বসে থাকা তৃণমূল নেতাকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। দুটি গুলি লাগে বিকাশের বুক ও পেটে। পালাতে গিয়ে গুলিবিদ্ধ হন সন্তুও ৷ রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন দু’জনেই। দুষ্কৃতীরা উসুমপুর বটতলা হয়ে আগরপাড়ার দিকে পালিয়ে যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে ৷ দুষ্কৃতীদের প্রত্যেকের মুখ হেলমেট দিয়ে ঢাকা ছিল বলেও জানা গিয়েছে।