নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতল রোহিতেরা

চ্যাম্পিয়ন্স ট্রফি জিতল ভারত। রবিবার দুবাইয়ের মাঠে নিউজিল্যান্ডকে হারাল তারা। তবে যতটা সহজে জেতা উচিত ছিল, তা হল না। নিউজিল্যান্ডও লড়াই করল। কিন্তু শেষ পর্যন্ত পারল না। অপরাজিত থেকে চ্যাম্পিয়ন হলেন রোহিত শর্মারা। ২৫ বছর আগে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে নিউজিল্যান্ডের কাছে হারতে হয়েছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভারতকে। সেই হারের বদলা নিলেন রোহিতেরা। গত বছর জুন মাসে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল ভারত। ৯ মাসের মধ্যে অধিনায়ক হিসাবে আরও একটি আইসিসি ট্রফি জিতলেন রোহিত। প্রথমে ব্যাট করে নিউজিল্যান্ড করে ২৫১ রান। দুটি করে উইকেট তোলেন কুলদীপ যাদব ও বরুণ চক্রবর্তী। ড্যারিল মিচেল করেন ৬৩ রান। ৫৩ রানে অপরাজিত থাকেন ব্রেসওয়েল। রান তাড়া করতে নেমে বিধ্বংসী শুরু করেন রোহিত শর্মা। তিনি করেন ৭৬ রান। কিন্তু পরপর উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারত। রান পেলেন না বিরাট কোহলি। শ্রেয়স আইয়ার, অক্ষর প্যাটেলরা ভারতকে জয়ের দিকে এগিয়ে নিয়ে যান। কেএল রাহুল অপরাজিত থাকেন ৩৪ রান। আর শেষে চার মেরে জয় নিশ্চিত করেন জাদেজা। 

error: Content is protected !!