
মধ্যপ্রদেশে ট্রাক এবং গাড়ির সংঘর্ষে মৃত ৭
ট্রাক এবং একটি গাড়ির সংঘর্ষে মৃত্যু হল অন্তত সাত জন যাত্রীর। গতকাল, রবিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের সিধি জেলায়। আহতের সংখ্যা ১৪। পুলিস সূত্রে খবর, এদিন রাত ২টো ৩০ নাগাদ সিধি-বাহরি রোডের কাছে একটি পেট্রল পাম্পের সামনে দুর্ঘটনাটি ঘটে। জানা গিয়েছে, গাড়িটিতে একটি পরিবারের প্রায় ১৪ জনেরও বেশি সদস্য ছিলেন। গাড়িটি মইহারের উদ্দেশে রওনা দিয়েছিল। অন্যদিকে, ট্রাকটি সিধি থেকে বাহরির দিকে যাচ্ছিল। সিধি-বাহরি রোডের কাছে ট্রাকটি আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটিকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় গাড়িতে উপস্থিত সাত যাত্রীর। আহত হয়েছেন ১৪ জন। আহতদের মধ্যে পাঁচ জন সিধি জেলা হাসপাতালে চিকিৎসাধী। বাকিদের ৯ জনের অবস্থা অবনতি হওয়ায় অপর একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। ঘাতক ট্রাকটিকে ইতিমধ্যেই বাজেয়াপ্ত করেছে পুলিস। গ্রেপ্তার করা হয়েছে চালককেও। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস আধিকারিকরা।