
এবার বোকারোতেও বার্ড ফ্লু সংক্রমণ
রাঁচির পরে এবার বোকারোতে বার্ড ফ্লু হানা । সম্প্রতি বোকারোর একটি সরকারি মুরগি খামারে এই ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। মাত্র ১৫ দিনে সেখানে মৃত্যু হয়েছে অন্তত ২৫০টি মুরগির। যার পরিপ্রেক্ষিতে জারি করা হয়েছে সতর্কতা। শুরু হয়েছে মুরগি নিধন। শনিবার ৪৬টি মুরগি কালিং হয়েছে। এছাড়া নষ্ট করে ফেলা হয় ৫০৬টি ডিম। যে খামারে বার্ড ফ্লু ধরা পড়েছে তার এক কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে এলাকাকে প্রভাবিত অঞ্চল ঘোষণা করেছে প্রশাসন। সেখানে খুব শীঘ্রই শুরু হবে মুরগি নিধন। সেইসঙ্গে আশপাশের আরও ১০ কিলোমিটার ব্যসার্ধের মধ্যে চলছে কড়া নজরদারি। সেখানে মুরগি ও ডিম বেচাকেনা নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শুরু হয়েছে প্রচার অভিযান। জানা গিয়েছে, গত ২৩ ফেব্রুয়ারি বোকারোর ওই সরকারি পোলট্রিতে একদিনে ১২টি মুরগির মৃত্যু প্রশাসনের কপালে প্রথম চিন্তার ভাঁজ ফেলেছিল। কারণ নিশ্চিত হতে প্রথমে রাঁচি ও পরে কলকাতায় নমুনা পাঠানো হয়েছিল নমুনা। কলকাতার ল্যাবরেটরির নির্দেশের পরিপ্রেক্ষিতে ৫ মার্চ নমুনা পাঠানো হয় ভোপালের সরকারি আইসিএআর-এনআইএইচএসএডি’র ল্যাবে। গত ৭ মার্চ পাঠানো সেই রিপোর্টে এইচ৫এন১-এর উপস্থিতির কথা জানানো হয়েছে। প্রায় এক মাস আগে রাঁচি জেলায় বার্ড ফ্লু ধরা পড়েছিল। সংক্রমণ রুখতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে মেরে ফেলা হয় সাড়ে ৫ হাজার মুরগি।