
পুরনো মামলার জের, সরকারি হাসপাতালে ফেসিলিটি ম্যানেজারকে গ্রেফতার করল সিবিআই
কর্তব্যরত অবস্থায় সরকারি হাসপাতালে ফেসিলিটি ম্যানেজারকে গ্রেফতার করল সিবিআই ৷ মঙ্গলবার দুপুরে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতাল থেকে অভিজিৎ দাস নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করে সিবিআইয়ের একটি দল ৷ হাসপতাল সূত্রে জানা গিয়েছে, প্রায় চার মাস আগে ফেসিলিটি ম্যানেজার পদে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে যোগ দেন অভিজিৎ ৷ এর আগে তিনি বরানগর হাসপাতালে কর্মরত ছিলেন ৷ সেখান থেকে তাঁর বদলি হয় আলিপুরদুয়ারে ৷ সেখান থেকে ফের স্থানান্তরিত হয়ে মালদা মেডিক্যাল কলেজে এসেছিলেন ৷ জানা গিয়েছে, পুরনো একটি মামলায় অভিজিৎ দাসের বিরুদ্ধে সমন জারি হয়েছিল ৷ একাধিকবার সমনে হাজির না-হওয়ায় তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয় ৷ তার ভিত্তিতে এদিন সকাল এগারোটা নাগাদ মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে হাজির হয় সিবিআইয়ের দলটি ৷ মেডিক্যাল কলেজের সুপার সহ থানায় যোগাযোগ করে দুপুর নাগাদ তাঁকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়। যদিও গোটা ঘটনায় ধৃত ফেসিলিটি ম্যানেজার কিংবা সিবিআইয়ের তরফে কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি। সরকারি হাসপাতালের এমএসভিপি (সুপার তথা উপাধ্যক্ষ) প্রসেনজিৎ বর বলেন, “অভিজিৎ দাস চার মাস আগে ফেসিলিটি ম্যানেজার পদে মালদা মেডিক্যালে যোগ দিয়েছিলেন ৷ আজ সকালে সিবিআইয়ের একটি দল মালদায় আসে ৷ একজন ইন্সপেক্টর পদমর্যাদার অফিসার আমার সঙ্গে দেখা করেন ৷ পুরনো একটি মামলায় অভিজিৎ দাসের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় ওয়ারেন্ট বের হওয়ার কথা জানান ৷ সেই মোতাবেক আমরা থানার সঙ্গে যোগাযোগ করি ৷ শেষে তাঁকে সিবিআই গ্রেফতার করে নিয়ে যায় ৷ শুনেছি, একাধিকবার সমন জারি হয়েছিল ৷ সমনে উপস্থিত না হওয়ায় তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয় ৷ সেই কারণেই তাঁকে গ্রেফতার করা হয়েছে ৷ এর বেশি আমাদের আর কিছু জানা নেই ৷”