
শিলিগুড়িতে চলন্ত পুলকারে আগুন!
চলন্ত পুলকারে বিধ্বংসী আগুন । তবে চালকের উপস্থিত বুদ্ধির জোরে অল্পের জন্য প্রাণ বাঁচল পড়ুয়ারা । এই ঘটনায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে গোটা শহরে । মঙ্গলবার ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি সংলগ্ন চম্পাসারির দেবীডাঙা এলাকায় । এই ঘটনায় প্রশ্নের মুখে পুলিশ ও প্রশাসনের ভূমিকা । পাশাপাশি গাফিলতির অভিযোগ উঠেছে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধেও । পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার ছুটির পর মাটিগাড়ার বেসরকারি একটি ইংরেজি মাধ্যম প্রাথমিক স্কুলের 14 জন ছাত্রছাত্রীকে নিয়ে চম্পাসারির দেবীডাঙা এলাকায় পৌঁছয় পুলকারটি । সেই সময় আচমকা যান্ত্রিক ত্রুটির কারণে ওই পুলকারটিতে আগুন ধরে যায় । বিপদ আঁচ করতে পেরে তৎক্ষণাৎ গাড়ির চালক গাড়িটি থামিয়ে দেন । তারপর দ্রুততার সঙ্গে পড়ুয়াদের গাড়ি থেকে নামিয়ে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যান তিনি । এদিকে মুহূর্তের মধ্যে গোটা গাড়িটিতে দাউ দাউ করে আগুন ধরে যায় । ভস্মীভূত হয়ে যায় গাড়িটি ।