
জুতোর মধ্যে মোবাইল নিয়ে পরীক্ষাকেন্দ্রে ছাত্রী, ধরা পড়তেই বাতিল পরীক্ষা
খাস কলকাতায় ছাত্রীর পরীক্ষা বাতিল। মঙ্গলবার ঘটনাটি ঘটে, পাঠভবন স্কুলে। জানা যায়, এদিন ঢাকুরিয়া বিনোদিনী গার্লসে সিট পড়ে ওই ছাত্রীটির। এরপর যথা সময় পরীক্ষা শুরু হয়। তবে পরীক্ষা শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যে পরীক্ষার হলে গার্ডের দায়িত্বে থাকা শিক্ষক শিক্ষিকাদের বিষয়টি নজরে আসে জুতোর মধ্যে মোবাইল। এরপর ওই ছাত্রীকে তারা হাতেনাতে পাকড়াও করে। বিজ্ঞান শাখায় পাঠরত ওই ছাত্রীর এদিন উচ্চ মাধ্যমিকের কেমিস্ট্রি পরীক্ষা ছিল। পাঠভবনের ওই ছাত্রীর পরীক্ষার সিট পড়েছিল ঢাকুরিয়া বিনোদিনী গার্লসে। আগে থেকেই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে কঠোর বিধি নিষেধ আরোপ করা হয়েছিল রাজ্যের সমস্ত পরীক্ষা কেন্দ্রে। মোবাইল বা অন্য কোন ইলেকট্রনিকস ডিভাইস নিয়ে পরীক্ষা হলে প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে। সেই নিয়ম ভেঙে ওই পর পরীক্ষার্থী হলে ঢুকেছিল। তা ধরা পরে যায়। শিক্ষা সংসদের নিয়ম অনুয়ায়ী পরীক্ষা বাতিল করা হয় ওই ছাত্রীর।