
চলতি মাসের শেষের দিকে ভারত সফরে আসছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট
চলতি মাসের শেষের দিকে ভারতে আসতে পারেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স ৷ সংবাদসংস্থা এএনআই জানিয়েছে, এই সফরে তাঁর সঙ্গে আসবেন আমেরিকার সেকেন্ড লেডি ঊষা ভান্স ৷ তিনি ভারতীয় বংশোদ্ভূত ৷ ঊষা ভান্সের পৈতৃক ভিটে অন্ধ্রপ্রদেশে ৷ 20 জানুয়ারি আমেরিকার ভাইস প্রেসিডেন্ট হিসাবে শপথ নেওয়ার পর ফেব্রুয়ারি মাসে প্রথম বিদেশ সফর করেন ভান্স ৷ ফ্রান্স ও জার্মানি গিয়েছিলেন তিনি ৷ দ্বিতীয় বিদেশ সফরে ভারতে আসছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট ৷ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পারস্পরিক শুল্ক নিয়ে একের পর এক হুঁশিয়ারি দিয়ে চলেছেন ৷ এনিয়ে রীতিমতো উত্তপ্ত বিশ্ব রাজনীতি ৷ ইতিমধ্যেই ট্রাম্প প্রশাসন ভারত থেকে আমদানিকৃত পণ্যে শুল্ক আরোপের কথা ঘোষণা করেছেন ৷ আগামী 2 এপ্রিল থেকে যা কার্যকর হওয়ার কথা ৷ ভারতের বাজারে তার প্রভাব নিয়ে চিন্তিত বাণিজ্যিক মহলের একাংশ ৷ আমেরিকার স্থানীয় সময় মঙ্গলবার সকালে হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লিভিট সাংবাদিকদের উদ্দেশে বক্তৃতা করার সময় আমেরিকার মদ ও কৃষিজ পণ্যে ভারতের শুল্ক চাপানো নিয়ে আক্ষেপ করেন ৷ তিনি বলেন, “আপনার ভারতকে দেখুন, আমেরিকার মদের উপর 150 শতাংশ শুল্ক চাপিয়েছে ৷ কী মনে হয়, এতে কেনটাকি বারবন ভারতে রফতানিতে সুবিধা হবে ? আমার তো মনে হচ্ছে না ৷ ভারত থেকে আসা কৃষিজ সামগ্রীতে 100 শতাংশ শুল্ক চাপানো হবে ৷” গত 7 মার্চ হোয়াইট হাউসের ওভাল অফিসে আক্রমণাত্মক ভঙ্গিতে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, “ভারত আমাদের উপর বিশাল শুল্ক চাপাচ্ছে ৷ আপনারা ভারতে কিছু বিক্রি করতে পারবেন না, একেবারে অসম্ভব ৷ আমরা ভারতে খুব সামান্য ব্যবসা করি ৷ যাই হোক, এখন ওরা শুল্ক কমাতে রাজি হয়েছে ৷ কারণ, অবশেষে কেউ ওদের মুখোশ খুলে দিয়েছে ৷” তিনি স্পষ্ট জানিয়ে দেন যে আমেরিকা থেকে আমদানি করা পণ্যে শুল্ক কমাতে রাজি হয়েছে কেন্দ্রের মোদি সরকার ৷ স্বভাবত, প্রেসিডেন্টের এমন মন্তব্যে সরকার থেকে শুরু করে বাণিজ্য, রাজনৈতিক মহল-সর্বত্র হইচই পড়ে যায় ৷ এর প্রেক্ষিতে সোমবার, 10 মার্চ বাণিজ্য মন্ত্রকের সচিব সুনীল বার্থাল বিদেশ মন্ত্রকের সংসদীয় স্ট্যান্ডিং কমিটিকে পরিষ্কার জানান, শুল্ক কমানো নিয়ে কোনও সম্মতি দেয়নি ভারত সরকার ৷ এই বিষয়ে দু’দেশের মধ্যে কথাবার্তা চলছে ৷ কিন্তু ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে ভারত-আমেরিকা কোনও চুক্তি করেনি ৷