
তারাপীঠ মহাশ্মশানে ভিতর বেআইনি নির্মাণ নিয়ে মামলার অনুমতি দিল কলকাতা হাইকোর্টের
তারাপীঠ মহাশ্মশানের ভিতর বেআইনি নির্মাণ নিয়ে জনস্বার্থ মামলা করতে চেয়ে আবেদন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে। প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি চৈতালি চট্টোপাধ্য়ায় দত্তের ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন। আবেদনকারীর দাবি, আদালতের নির্দেশ ছিল শ্মশানের ভিতরে ইলেকট্রিক চুল্লি নির্মাণ ছাড়া অন্য কোনও নির্মাণকার্য করা যাবে না। কিন্তু মহাশ্মশানের ভিতরে অন্য নির্মাণ কাজ চলছে। আদালত এই বিষয়ে অবিলম্বে হস্তক্ষেপ করুক, এমনই আর্জি জানিয়েছেন মামলাকারী। প্রধান বিচারপতি মামলাটি দ্রুত শুনানি করবেন বলে আশ্বাস দিয়েছেন। মামলাকারীর আইনজীবী অনিন্দ্য লাহিড়ী এদিন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করে জানান, তারাপীঠ মহাশ্মশানের ভিতরে জায়গা অত্যন্ত গোপনীয় একটা জায়গা। সেখানে যে কোনও রকম নির্মাণকার্যের উপর স্থগিতাদেশ দিয়ে রেখেছে আদালত। কিন্তু আদালতের অনুমতি না নিয়েই ভিতরে নির্মাণকার্য চলছে। প্রধান বিচারপতি মামলা দায়ের করতে নির্দেশ দিয়েছেন মামলাকারী। চলতি সপ্তাহেই মামলাটি শোনার আশ্বাস দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।