
হোলি ও রমজান উপলক্ষে ‘উজ্জ্বলা যোজনা’য় দেওয়া হবে বিনামূল্যে গ্যাস সিলিন্ডার
হোলি ও রমজান উপলক্ষে ‘উজ্জ্বলা যোজনা’র এই বিনামূল্যে গ্যাস সিলিন্ডার পাবেন প্রায় 2 কোটি পরিবার ৷ হোলি ও রমজান উপলক্ষে বিশেষ উপহার যোগী সরকারের ৷ সরকারের ঘোষণা অনুযায়ী, বিনামূল্যে মিলবে রান্নার গ্যাস, যার ভর্তুকিও সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে ৷ আগামিকাল দোলযাত্রা ও পরশু হোলি উৎসব ৷ এদিক চলছে রমজান পালন ৷ সেই উপলক্ষে গতকাল, বুধবার রাজ্য সরকার ঘোষণা করে জানিয়ে দিলেন ‘উজ্জ্বলা যোজনা’র এই বিনামূল্যে গ্যাস পেয়ে প্রায় 2 কোটি পরিবার উপকৃত হবেন ৷ এই সুবিধা পাবেন পরিবারের মহিলারাই ৷ গতকাল উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই বিশেষ উপহারের কথা উল্লেখ করে বলেন, “যে বা যাঁরা এখনও উজ্জ্বলা যোজনার জন্য রেজিস্ট্রেশন করেননি, তাদের অতি দ্রুত তা করে ফেলুন ৷ উল্লেখ্য, গত 3 বছর ধরে এই সুবিধা যোগীরাজ্যের উপভোক্তাদের মিলছে ৷ এর পাশাপাশি মুখ্যমন্ত্রী যোগী জানিয়েছেন, প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার আওতায় রাজ্যের 1.86 কোটি যোগ্য পরিবারকে গ্যাস সিলিন্ডার দেওয়া হবে ৷ আর ভর্তুকির জন্য 1890 কোটি টাকা বরাদ্দ হয়েছে। বুধবার লখনউয়ের লোক ভবন মিলনায়তনের একটি অনুষ্ঠানে এই ঘোষণার পাশাপাশি বিশেষ উপহারের প্রকল্পটি উদ্বোধনও করেন ৷ এরপর যোগী আদিত্যনাথ ভাষণ দেওয়ার সময় বলেন, “দেশের আপামর দরিদ্র জনসংখ্যার কথাভেবে 2016 সালে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সস্তায় রান্নার গ্যাস (Ujjwala Yojona) দেওয়ার জন্য শুরু করেছিলেন ‘উজ্জ্বলা যোজনা’। যার জন্য দেশজুড়ে 10 কোটি পরিবার বিনামূল্যে এলপিজি অর্থাৎ রান্নার গ্যায়স পেয়েছেন ৷ তাতে উত্তরপ্রদেশের প্রায় 2 কোটি মানুষ এই প্রকল্পের সুবিধা পেয়েছেন। তিনি মঞ্চ থেকে বলেন, “2021 সালের রাজ্যের বিধানসভা নির্বাচনে আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম সরকার গঠন করলে 2022 সালে হোলি এবং দীপাবলিতে বিনামূল্যে গ্যাস সিলিন্ডার দেওয়া হবে। সেই থেকে এই প্রকল্পটি চালু রয়েছে ৷ আমাদের লক্ষ্য, জনতা যাতে ভালোভাবে উৎসবের মরশুম উদযাপন করতে পারেন। এবার হোলি এবং রমজান একসঙ্গে চলছে, তাই সকলেই বিনামূল্যে গ্যাস সিলিন্ডার পাবে ও ভর্তুকি অ্য়াকাউন্টে যোগ হবে ৷”