
দিল্লিতে ডেকে এনে ব্রিটিশ তরুণীকে গণধর্ষণ, গ্রেফতার সমাজমাধ্যমের ‘বন্ধু’
দিল্লিতে এক ব্রিটিশ তরুণীকে গণধর্ষণের অভিযোগ। ওই তরুণীর অভিযোগের ভিত্তিতে পুলিস ইতিমধ্যেই দু’জনকে গ্রেপ্তার করেছে। পুলিশ জানিয়েছে, ধৃতদের মধ্যে একজন ওই তরুণীর বন্ধু। তার নাম কৈলাস। সে একটি বেসরকারি সংস্থার কর্মী। সমাজমাধ্যমে কৈলাসের সঙ্গে আলাপ হয় ওই তরুণীর। অন্য জন হলেন কৈলাসের বন্ধু ওয়াসিম। পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, ছুটি কাটাতে ওই তরুণী সম্প্রতি ভারতে আসেন। মহারাষ্ট্র এবং গোয়াতে তিনি ছিলেন। সেখান থেকেই তিনি কৈলাসকে ফোন করেন এবং দেখা করার প্রস্তাব দেন। কিন্তু কৈলাস সেই প্রস্তাব খারিজ করে দেয় এবং ওই তরুণীকে দিল্লতে ডাকে। কথা মতো গত মঙ্গলবার ওই তরুণী দিল্লির মহিপালপুর এলাকার একটি হোটেলে এসে ওঠেন। অভিযোগ, ওই হোটেলে কৈলাস এবং ওয়াসিম তাঁর সঙ্গে দেখা করতে আসে এবং তাঁকে ধর্ষণ করে। ওয়াসিমের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। গতকাল, বুধবার সকালে ওই তরুণী দিল্লির বসন্ত কুঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন। এরপরই দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। যেহেতু ওই তরুণী ব্রিটেনের নাগরিক তাই নিয়ম অনুযায়ী, ব্রিটিশ হাইকমিশনকে গোটা বিষয়টি জানিয়েছে পুলিস। হাইকমিশনের তরফে তরুণীটিকে সব রকম সাহায্যেরও আশ্বাস দেওয়া হয়েছে।