
ফের উত্তপ্ত নাগপুর, কার্ফু জারি, আহত পুলিশ সহ ২৫, আটক ৬০
উত্তপ্ত মহারাষ্ট্রের নাগপুরের মহল এলাকা ৷ ধর্মীয় গ্রন্থ পুড়িয়ে দেওয়ার গুজব ছড়ানোয় পাথর ছোড়া ও অগ্নিসংযোগের ঘটনায় মঙ্গলবারর সকালে কার্ফু জারি উত্তেজনাপ্রবণ এলাকায় ৷ ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার (বিএনএসএস) ১৬৩ ধারা জারি করেছে পুলিশ ৷ গতকাল রাতের এই হিংসায় ঘটনায় জখম হয়েছেন অন্তত ১৫ জন পুলিশকর্মী। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৬০ জনকে ইতিমধ্যেই আটক করেছে নাগপুর পুলিশ ৷ ঘটনাকে ঘিরে থমথমে পরিবেশ। গতকালই রাজ্যের মুখ্য়মন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ শান্তির আবেদন জানিয়েছেন। সোশাল মিডিয়ায় তিনি লিখেছেন, “নাগপুর শান্তিপূর্ণ শহর। মানুষ সুখ-দুঃখ ভাগ করে নেন পরস্পরের সঙ্গে। গুজবে কান দেবেন না।” নাগপুরের পুলিশ কমিশনার রবীন্দ্র সিংগাল বলেন, “ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩ ধারা শহরে লাগু করা হয়েছে। এই ধারায় কোথাও জমায়েত করা যাবে না ৷ উত্তেজনাপ্রবণ এলাকায় মোতায়েন রয়েছে পুলিশ বাহিনী। এই ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে। শুরু হয়েছে তদন্ত। কয়েকজন পুলিশকর্মী আহত হয়েছেন।” আজ সকালেও মহল এলাকা থমথমে ৷ নাগপুর পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, রাতভর চিরুনি তল্লাশি চালিয়ে ৬০ জনকে আটক করা হয়েছে। দুই গোষ্ঠীর সংঘর্ষে পুলিশ-সহ অন্ততপক্ষে ২৫ জন আহত হয়েছেন।