
গুজরাতের আমেদাবাদের পালদি এলাকার ফ্ল্যাট থেকে উদ্ধার ৯৫.৫ কেজি সোনা!
আমেদাবাদ শহরের পালদি এলাকার একটি ফ্ল্যাটে যৌথ তল্লাশি অভিযান চালায় এটিএস এবং ডিআরআই-এর তদন্তকারী দল। এই তল্লাশি অভিযানে, ৯৫.৫ কেজি সোনার গয়না উদ্ধার হয়েছে। এই বিপুল পরিমাণ সোনা উদ্ধারের পাশাপাশি নগদ ৭০ লক্ষ টাকা পাওয়া গিয়েছে ওই ফ্ল্যাট থেকে। পালদি এলাকার এই ফ্ল্যাটে যৌথ তল্লাশি অভিযানে গিয়ে রীতিমতো হতবাক এটিএস এবং ডিআরআই-এর তদন্তকারী আধিকারিকরা ৷ এই বিপুল পরিমাণ সোনা এবং নগদ উদ্ধারের পর ফ্ল্যাটটি দখলে নিয়ে পরবর্তী পদক্ষেপ নেয় ডিআরআই। সূত্র মারফৎ পাওয়া তথ্য অনুযায়ী, সুনির্দিষ্ট খবরের ভিত্তিতে, আমেদাবাদের পালদি এলাকার একটি ফ্ল্যাটে অভিযান চালান অ্যান্টি টেররিজম স্কোয়াডের ডিওয়াইএসপি এসএল চৌঘরির দল এবং পিআই নিখিল ব্রহ্মভট্টের দল ডিআরআই দলের সঙ্গে একটি যৌথ অভিযান চালান। জানা গিয়েছে, পালদি এলাকার ওই ফ্ল্যাটটি মেঘ শাহ নামে এক ব্যক্তি ভাড়া নিয়েছিলেন ৷ এই ফ্ল্যাটের ভাড়াটে একজন কোটিপতি। কোটি কোটি টাকার সোনা এবং টাকার স্তূপ ভাড়া বাড়িতে রেখে বেশিরভাগ সময় বাইরে থাকতেন। সূত্রের খবর, এই ব্যক্তি শেয়ার কারবারের সঙ্গে যুক্ত। পুলিশ এবং ডিআরআই দল তার ফ্ল্যাট থেকে ৯৫.৫ কেজি সোনা উদ্ধার করেছে ৷ এর পাশাপাশি, ৭০ লক্ষ টাকা বাজেয়াপ্ত করেছে। এখন ডিআরআই এই ঘটনায় তদন্ত করছে। আমেদাবাদের ফ্ল্যাটে কোটি কোটি টাকার সোনা পাওয়ার পর এটিএস এবং ডিআরআই তদন্ত শুরু করেছে। সূত্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী, এই ফ্ল্যাটে প্রায়ই অনেক লোক যাতায়াত করত।