ইডি দপ্তরে আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদব

জমির পরিবর্তে চাকরি সংক্রান্ত মামলায় নতুন করে চাপে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদব। মঙ্গলবারই তাঁকে সমন পাঠিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। সেই সমনে সাড়া দিয়ে বুধবার পাটনায় ইডির দপ্তরে পৌঁছন রাষ্ট্রীয় জনতা দল বা আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদ যাদব। সঙ্গে তাঁর মেয়ে মিসা ভারতী। মঙ্গলবারই লালু-পত্নী রাবড়িদেবী ও ছেলে তেজস্বী যাদবকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করে ইডি। বুধবার লালুকে জিজ্ঞাসাবাদের পালা। মঙ্গলবারই প্রায় চার ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় লালুপ্রসাদ যাদবের স্ত্রী রাবড়িদেবীকে। তেজস্বী যাদবকেও প্রায় চার ঘণ্টা ইডির প্রশ্নের মুখে পড়তে হয়। ইডির দপ্তর থেকে বেরিয়ে লালু-পুত্র তেজস্বী যাদব বলেছিলেন, এ সব রাজনীতির বহিঃপ্রকাশ। তেজস্বীর কথায়, ‘দিল্লির ভোটের পরই আমি বলেছিলাম, বিজেপির আইটি সেল হোক বা বিজেপির কোনও টিম, এ বার তার কাজ বিহারেই হবে। তবে আমাদের তাতে কিছু আসে যায় না। এটা আইনি প্রক্রিয়া, আমরা আইন মেনে চলি। তাই ওরা ডাকে, আমরা যাই। আসলে আমরা রাজনীতিতে আছি, তাই এত কিছু। রাজনীতিতে না থাকলে কোনও মামলাই দায়ের হতো না।’

error: Content is protected !!