সুনীতার দক্ষতা কাজে লাগাতে চায় ভারত, জানালেন ইসরো চেয়ারম্যান

ভারতেরও প্রয়োজন সুনীতার দক্ষতা ৷ ক্রু-9 মিশনে পৃথিবীতে ফিরে আসার পর সুনীতা উইলিয়ামসেকে স্বাগত জানান ৷ তিনি সুনীতাদের উদ্দেশ্যে জানান, মহাকাশ অনুসন্ধানের পর যে জ্ঞান সুনীতা অর্জন করেছে, সেই দক্ষতা কাজে লাগাতে চাইবে ভারত ৷ ইসরো চেয়ারম্যান ভি নারায়ণন বুধবার বলেছেন, “মহাকাশচারীর নিরাপদ প্রত্যাবর্তন একটি অসাধারণ সাফল্য ৷ নাসা, স্পেসএক্স এবং মার্কিন যুক্তরাষ্ট্র মহাকাশ অনুসন্ধানের প্রতিশ্রুতির প্রমাণ।” সুনীতাকে স্বাগত জানিয়ে একটি টুইট করেন ইসরোর চেয়ারম্যান ৷ সেখানেই লেখেন, “সুনিতা উইলিয়ামস, আবার স্বাগতম! আইএসএস-এ দীর্ঘ অভিযানের পর তোমার নিরাপদ প্রত্যাবর্তন একটি অসাধারণ অর্জন। মহাকাশ অনুসন্ধানের প্রতি নাসা, স্পেসএক্স এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতির প্রমাণ! ইসরো চেয়ারম্যান হিসেবে, আমি আমার সহকর্মীদের পক্ষ থেকে আপনাকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং আগামিদিনের শুভকামনা জানাচ্ছি ৷” ইসরোর চেয়ারম্যান ওই পোস্টে আরও উল্লেখ করেন, “মাননীয় প্রধানমন্ত্রী মোদিজির নেতৃত্বে ভারত যখন ভারতকে একটি উন্নত দেশ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করা হচ্ছে ৷ এইরকম একটা উন্নয়নশীল সময়ে আমরা মহাকাশ অনুসন্ধানে আপনার দক্ষতা কাজে লাগাতে চাই ৷” মহাকাশ স্টেশনে 9 মাস থাকার পর বুধবার ভোরে পৃথিবীতে ফিরে এসেছেন নাসার নভোচারী বুচ উইলমোর এবং সুনিতা উইলিয়ামস। তাদের বোয়িং মহাকাশযানে একটি ত্রুটির কারণে মহাকাশে তাদের আট দিনের যাত্রা নয় মাস পর্যন্ত দির্ঘায়িত হয়েছে । তাঁর পৃথিবীতে ফিরে আসা নিয়ে বিভিন্নরকম অনিশ্চয়তা তৈরি হয় ৷ বাধা কাটিয়ে অবশেষে 19 মার্চ (ভারতীয় সময়)3.27 মিনিটে নিরাপদে ফ্লোরিডা উপকূলে ওশান স্প্ল্যাশডাউন হয় । পৃথিবীতে অবতরণ করেন 4 মহাকাশচারী ৷ সেখান থেকে হিউস্টন জনসন স্পেস সেন্টারে রওনা দেন তাঁরা ৷

https://twitter.com/isro/status/1902207802539700585

error: Content is protected !!