‘আমরাও চাই আরজি করের নির্যাতিতা বিচার পাক’, বিধানসভায় বললেন মুখ্যমন্ত্রী

আরজি কর কাণ্ডে দোষীর ফাঁসির সাজা চেয়ে আগেই সরব হয়েছিলেন তিনি। বুধবার বিধানসভা অধিবেশনে ফের আরজি কর নিয়ে উল্লেখযোগ্য মন্তব্য করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এ দিন বলেন, ‘আরজি করের মেয়েটি বিচার পাক, তা আমরাও চাই। কিন্তু যাঁরা মহারাষ্ট্র বা অন্য রাজ্যের সঙ্গে বাংলার তুলনা করেন তাঁদের বলব, বাংলাকে অসম্মান করে অন্য রাজ্যকে সম্মান জানানো যায় না।’ আরজি করের ঘটনার প্রেক্ষিতে বাংলায় মহিলাদের সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলে একাধিক বার সরব হয়েছেন বিরোধীরা। রাজ্য সরকারের সমালোচনায় সুর চড়ানোর পাশাপাশি অন্যান্য রাজ্যের সঙ্গে বাংলার তুলনাও টানা হয়েছে অনবরত। এ বার তারই প্রেক্ষিতে বিরোধীদের কড়া জবাব দিলেন রাজ্যের প্রশাসনিক প্রধান। এমনই মনে করছে ওয়াকিবহাল মহলের একাংশ।  পাশাপাশি আরজি করের নির্যাতিতার দোষীর সর্বোচ্চ শাস্তির দাবিতে অতীতেও সুর চড়িয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিম্ন আদালত দোষী কলকাতা পুলিশের প্রাক্তন সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়ের যাবজ্জীবন (আমৃত্যু) কারাদণ্ডের শাস্তি ঘোষণা করার পরও ফাঁসির দাবিতে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী। রাজ্য উচ্চ আদালতে আবেদনও করেছিল।  এ দিন বিধানসভায় দাঁড়িয়ে ফের একবার আরজি করের নির্যাতিতার সুবিচার চেয়ে তাঁর এই মন্তব্য অত্যন্ত ইঙ্গিতপূর্ণ বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, আরজি কর কাণ্ডের পর রাজ্যের জুনিয়র চিকিৎসকরা নির্যাতিতার হয়ে সুবিচার চেয়ে, চিকিৎসকদের সুরক্ষা সুনিশ্চিত করা-সহ একগুচ্ছ দাবিতে আন্দোলনে নেমেছিলেন। এমনকী, আমরণ অনশনেও নামেন। যদিও পরবর্তীতে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনার পরে তাঁরা অনশনের সিদ্ধান্ত থেকে সরে আসেন।

error: Content is protected !!