স্পেস সায়েন্স নিয়ে আমারও পড়াশোনা আছে, সুনীতাকে ভারতরত্ন দিক কেন্দ্র: মমতা বন্দ্যোপাধ্যায়

মহাকাশ থেকে সফলভাবে পৃথিবীতে ফিরে আসার জন্য ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী সুনীতা উইলিয়ামস এবং তাঁর দলকে পশ্চিমবঙ্গ বিধানসভার পক্ষ থেকে কৃতজ্ঞতা ও অভিনন্দন জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । ভারতীয় বংশোদ্ভূত সুনীতাকে ভারতরত্ন দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে দরবার করলেন তিনি ৷ বিধানসভায় ভাষণ দিতে গিয়ে এদিন মুখ্যমন্ত্রী বলেন, “এই কঠিন সময়ে তাঁরা শারীরিক ও মানসিকভাবে অনেক দুর্যোগের মধ্যে দিয়ে গিয়েছেন । বিশেষ করে, রেসকিউ টিমের অসাধারণ কাজের জন্য তাদের আমরা ধন্যবাদ জানাই ।” মুখ্যমন্ত্রী এদিন কল্পনা চাওলার প্রসঙ্গও উল্লেখ করেন ৷ তিনি বলেন, “তিনি মহাকাশ থেকে আর ফিরতে পারেননি । স্পেস সায়েন্স নিয়ে আমার পড়াশোনা আছে ৷ আমি জানি, প্লেন খারাপ হলে ফিরে আসার সময় মহাকাশযানেরও ত্রুটি হতে পারে । কল্পনা চাওলাদের ক্ষেত্রে সেটাই হয়েছিল, যার ফলে দুর্ঘটনা ঘটে । তিনি আটকে ছিলেন । আমি তাঁকে অভিনন্দন জানাচ্ছি ।” মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, “সুনীতারা যাতে নিরাপদে ফিরে আসতে পারেন, তার জন্য বিশেষ উদ্ধারকারী দল কাজ করেছে । তাদের প্রতি আমরা কৃতজ্ঞ । তারা যেন আরও ভালোভাবে কাজ করতে পারেন, তার জন্য তাদের প্রতি মহা সম্মান জানাই ।” সুনিতা উইলিয়ামসকে ‘ভারতের মেয়ে’ বলে উল্লেখ করে মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় সরকারের কাছে তাঁকে ভারতরত্ন দেওয়ার জন্য আবেদন জানিয়েছেন । মমতার কথায়, “সুনীতা ভারতের মেয়ে । তাঁকে ভারতরত্ন দেওয়ার আবেদন জানাচ্ছি কেন্দ্র সরকারের কাছে ৷ তাঁদের প্রতিটি দিন চরম মানসিক চাপে কেটেছে । তাঁরা মনের মধ্যে যেন একেকটা টর্নেডোর মধ্যে দিয়ে গিয়েছেন । আমি প্রতিদিন তাঁদের খবর নিতাম । দেখলাম, দুটো দেশ নাসাকে সাহায্য করল । শেষ পর্যন্ত তাঁরা ফ্লোরিডায় সফলভাবে অবতরণ করেছেন । আমি তাঁদের অভিনন্দন জানাই ।”

error: Content is protected !!