
আমদানি করা গাড়ির উপর ২৫ শতাংশ শুল্ক আরোপ হতেই ট্রাম্পকে নিশানা কানাডা প্রধানমন্ত্রীর
আমদানি করা গাড়ির উপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করার কথা ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার পরেই ট্রাম্পকে নিশানা ক্যানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির। শুল্ক আরোপকে ক্যানাডার কর্মীদের উপর ‘সরাসরি আক্রমণ’ বলে মন্তব্য করেন মার্ক কার্নি। তবে, এতে তাঁরা ভেঙে পড়বেন না বলেও দাবি করেন ক্যানাডার প্রধানমন্ত্রী। আমদানি করা গাড়ির উপর শুল্ক আরোপ করায় সোশ্যাল মিডিয়াতেও ট্রাম্পের সমালোচনা করেন ক্যানাডার প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘ট্রাম্পের এই শুল্ক নীতি আমাদের আঘাত করতে পারে, কিন্তু আমাদের মনোবল ভাঙতে পারবে না। এই কঠিন সময়ে আমরা এক সঙ্গে এগিয়ে যাব।’ এটা ক্যানাডাকে আরও শক্তিশালী করবে বলেও দাবি করেন মার্ক কার্নি। এই অবস্থায় তাঁরা কী করবেন সেই কথাও জানিয়েছেন ক্যানাডার প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘আমরা আমাদের কর্মীদের রক্ষা করব। আমরা আমাদের কোম্পানি এবং দেশকেও রক্ষা করব।’ আগামী ২৮ এপ্রিল ক্যানাডার নির্বাচন। নির্বাচনের প্রচারে গিয়েই এই কথা বলেন তিনি। তাঁর দাবি, আমেরিকার এই সিদ্ধান্ত তাঁদের ক্ষতি করবে। কিন্তু এক সঙ্গে থাকার মাধ্যমে, ক্যানাডার মানুষ আরও শক্তিশালী হয়ে উঠবেন। আগেই ক্যানাডা সহ বিভিন্ন দেশের পণ্যের উপর শুল্ক আরোপ করার কথা জানিয়েছিলেন ট্রাম্প। তার তীব্র সমালোচনা করেছিল ক্যানাডার। আমেরিকার উপর ‘প্রতিশোধমূলক শুল্ক’ নেওয়ার কথাও জানিয়েছিলেন মার্ক। এ বার তিনি জানান ‘প্রতিশোধমূলক শুল্কের’ জন্য তাঁদের কাছে অন্যান্য বিকল্প রয়েছে। এই নিয়ে আলোচনার জন্য তিনি ক্যানাডার আধিকারিকদের ডেকেছেন বলেও জানিয়েছেন মার্ক। বৃহস্পতিবার ওই বৈঠকে তাঁদের বাণিজ্য বিকল্পগুলি নিয়ে আলোচনা করা হবে বলেও জানিয়েছেন তিনি। গাড়ির কারখানার কর্মী এবং শ্রমিকদের সঙ্গে কথা বলার সময়েই এই কথা জানান মার্ক।