করোনা আক্রান্ত নীল নিতিন মুকেশ ও তাঁর গোটা পরিবার

করোনা আক্রান্ত হলেন অভিনেতা নীল নিতিন মুকেশ। শুধু নীলই নন অভিনেতার গোটা পরিবার করোনায় আক্রান্ত। এমনকি তাঁর দুই বছরের মেয়ে নুরভিও আক্রান্ত হয়েছে। অভিনেতার বাবা নিতিন মুকেশ, ভাই নামান এবং স্ত্রী রুক্মিনীরও রিপোর্ট পজেটিভ এসেছে। নামানের কোনও উপসর্গ না থাকলেও বাবার যেহেতু ৭০ পার হয়ে গিয়েছে সে জন্য চিন্তায় রয়েছেন অভিনেতা। পাশাপাশি সবাইকে বাড়িতে থাকার আর্জিও জানিয়েছেন অভিনেতা। একমাত্র রেহাই পেয়েছেন নীলের মা। মেয়ের করোনা আক্রান্ত হওয়ার খবরে কার্যত বিধ্বস্ত তিনি। সংবাদমাধ্যমকে তিনি জানান, “নুরভি করোনা আক্রান্ত। একজন বাবা হিসেবে আমার কাছে এটা মেনে নেওয়া কতটা কঠিন বলুন তো! ওর প্রথম দুদিন জ্বর ছিল। সে জন্যই আমরা পরীক্ষা করাই। এখন একটু ভাল আছে।”

https://www.instagram.com/p/CNxF-sgDN6j/?utm_source=ig_embed

error: Content is protected !!