গুজরাতের বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, ছিন্নভিন্ন দেহ, মৃত ১৮, আহত ৫

বাজি কারখানায় ভয়াবহ আগুন ! প্রাথমিকভাবে এই দুর্ঘটনায় ১৩ জন শ্রমিকের মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল ৷ সেই সংখ্যা বেড়ে ১৮ হয়েছে ৷ এই সংখ্যা আরও বাড়তে পারে আশঙ্কা ৷ আহত হয়েছেন ৫ জন ৷ মঙ্গলবার সকালে এই বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে গুজরাতের শিল্পাঞ্চল দিশা শহরে ৷ এদিন সকাল ৯টা ৪৫ মিনিট নাগাদ আচমকা প্রবল বিস্ফোরণ হয় ওই বাজি কারখানায় ৷ সেখান থেকেই আগুন ধরে যায় ৷ বিস্ফোরণের অভিঘাত এতটাই প্রবল ছিল যে, কারখানার ছাদ উড়ে যায় ৷ মানুষের দেহের ছিন্নভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ এদিক ওদিক ছিটকে পড়ে ৷ ঘটনাস্থল থেকে দু’শো মিটার দূরে ধ্বংসস্তূপ ছড়িয়ে যায় ৷ কারখানার ছাদ ভেঙে পড়ায় সেখানে আটকে পড়েন কর্মরত শ্রমিক ও তাঁদের পরিবারের সদস্যরা ৷ বিস্ফোরণ ও আগুন লাগার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছন বনসকান্থার কালেক্টর, জেলা উন্নয়ন আধিকারিক, দমকল বাহিনী এবং পুলিশের একটি দল ৷ উদ্ধার কার্য চলছে ৷ দিশার কালেক্টর মিহির প্যাটেল বলেন, “কারখানার ধ্বংসস্তূপের তলা থেকে এখনও পর্যন্ত ১৩ জনের দেহ উদ্ধার হয়েছে ৷ পুরো আরসিসি স্ল্যাবই ভেঙে পড়েছে ৷ উদ্ধারকারী দল ধ্বংসস্তূপ সরানোর কাজ করছে ৷ আরও কয়েকজনের দেহ উদ্ধার হতে পারে বলে আশঙ্কা করছি ৷ এই দুর্ঘটনায় চার জন আহত হয়েছেন ৷ তাঁরা এখন স্থিতিশীল ৷ কীভাবে বিস্ফোরণ হল, কেন হল, সবকিছু খতিয়ে দেখা হচ্ছে ৷ ফরেনসিক দলকেও ডাকা হয়েছে ৷” তিনি জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলবাহিনী ৷ তারা আগুন নিয়ন্ত্রণে আনে ৷

error: Content is protected !!