
মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারির অনুমোদন দিল লোকসভা
ফেব্রুয়ারি মাসেই মণিপুরে জারি করা হয়েছে রাষ্ট্রপতি শাসন। আর, বুধবার গভীর রাতে, মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারি নিয়ে সংবিধিবদ্ধ প্রস্তাব গৃহীত হয়েছে লোকসভায়। সেখানে রাষ্ট্রপতি শাসন জারির বিষয়টি অনুমোদন করার কথা উল্লেখ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। রাষ্ট্রপতি শাসন জারির সিদ্ধান্তকে সমর্থন করেন সাংসদরা। তবে, সেই রাজ্যের পরিস্থিতির জন্য কেন্দ্রের সমালোচনা করেন তাঁরা। মণিপুরে দ্রুত শান্তি ফেরাতে সব ধরনের উদ্যোগ গ্রহণ করা হচ্ছে বলেও জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী। বুধবার দিন ভর আলোচনায় ছিল ‘ওয়াকফ (সংশোধনী) বিল, ২০২৫’ । ১২ ঘণ্টার বেশি আলোচনা এবং বিতর্ক ও আলোচনার পরে ধ্বনি ভোটে পাস হয় ওয়াকফ সংশোধনী বিল। এর পরেই লোকসভায় মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারি নিয়ে আলোচনা শুরু করে সরকার পক্ষ। রাত ২টোর সময়ে এই আলোচনা শুরু হয়। এই নিয়ে প্রতিবাদ জানান বিরোধীরা। তবে, সেই রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারির বিষয়টি অনুমোদন করে লোকসভা। উল্লেখ্য, গত ৯ ফেব্রুয়ারি মণিপুরের মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন এন বীরেন সিং। আর ১৩ ফেব্রুয়ারি মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারি হয়। প্রায় দু’বছর ধরে মেইতেই ও কুকি জনগোষ্ঠীর সংঘর্ষে বিরামহীন হিংসার সাক্ষী থেকেছে মণিপুর। এই নিয়ে ঘরে-বাইরে প্রবল সমালোচনার মধ্যে পড়তে হয় বীরেন সিংকে। প্রবল চাপের মুখে পদত্যাগ করেন বীরেন সিং। কেন বুধবার রাতে মণিপুর নিয়ে আলোচনা হয়েছে ? তার কারণ জানিয়েছেন কংগ্রেসের সাংসদ শশী থারুর। তিনি জানান, সাংবিধানিক প্রয়োজনীয়তার কারণেই এই নিয়ে আলোচনা হয়েছে। কী কারণে মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারি করা হয়েছে তা জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। লোকসভা মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারির বিষয়টি নিশ্চিত করে সংবিধিবদ্ধ প্রস্তাব গ্রহণ করেছে বলেও জানিয়েছেন শশী থারুর।