মণিপুরের চূড়াচাঁদপুরে নয়া আতঙ্ক, কন্টেইনমেন্ট জোন ঘোষণা

মণিপুরের চূড়াচাঁদপুর গ্রামকে ঘিরে নতুন করে আতঙ্কের সৃষ্টি হয়েছে। ওই গ্রামে একাধিক বাসিন্দার জলাতঙ্কের লক্ষণ দেখা দিয়েছে বলে খবর। এনিয়ে উদ্বিগ্ন প্রশাসন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১৮৯৭ সালের মহামারি ডিজিজ অ্যাক্ট অনুযায়ী ওই এলাকাকে কন্টেইনমেন্ট জোন হিসেবে ঘোষণা করা হয়েছে। তথ্যের ভিত্তিতে চূড়াচাঁদপুর সাব-ডিভিশনের নিউ জোভেঙ্গ গ্রামকে প্রাথমিক হটস্পট হিসেবে চিহ্নিত করেছে জেলা প্রশাসন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রয়োজনীয় নির্দেশিকা জারি করেছেন জেলা শাসক ধারণ কুমার এস। রেবিস ছড়িয়ে পড়া আটকাতে পোষ্যদের চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বাইরে থেকে কোনও পোষ্য ওই গ্রামের ভিতরে যাতে না আসে বা কোনও পোষ্য যেন গ্রামের বাইরে না যায় সে বিষয়টিও নজর রাখা হয়েছে। এমনকি ওই গ্রামের সমস্ত সারমেয়কে রেবিসের ভ্যাকসিন দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। বিষয়টি পরিচালনা করবে জেলা ভেটনারী ডিপার্টমেন্ট। যে কোনওরকম সহায়তার জন্য খোলা হয়েছে কন্ট্রোলরুম। শুধু নিউ জোভেঙ্গ গ্রামই নয়, আশপাশের গ্রামের পোষ্যদেরও অ্যান্টি-রেবিস ভ্যাকসিন দেওয়ার কথা বলা হয়েছে।

error: Content is protected !!