শিয়ালদা ডিভিশনে ফের বাতিল একাধিক ট্রেন 

শিয়ালদা বিভাগে রেলের কাজের জন্য আবারও বাতিল বেশ কিছু ট্রেন। সপ্তাহান্তে শিয়ালদা শাখায় বাতিল থাকবে বেশ কিছু ট্রেন। এছাড়াও কিছু লোকাল ও এক্সপ্রেস ট্রেনের সময়সূচি ও গতিপথ পরিবর্তন করা হয়েছে ৷ শিয়ালদা রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, রেল স্টেশন ও ট্রাকের নিয়মিত মেরামতের জন্য শনিবার অর্থাৎ 5 এপ্রিল রাত 11.40 থেকে পরের দিন অর্থাৎ রবিবার, 6 এপ্রিল ভোর 6:40 পর্যন্ত সাত ঘণ্টার পাওয়ার ব্লক থাকবে । এই সাত ঘণ্টার মধ্যে ওই রুটে ট্রেন চলাচল নিয়ন্ত্রণ করা হবে বলেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে । দমদম জংশনে ক্যালকাটা কর্ড লিংক লাইনের অর্থাৎ CCR আপ লাইনে ট্রাফিক ব্লক থাকবে ৷

শনিবার (5 এপ্রিল) যে ট্রেনগুলো বাতিল করা হয়েছে, এক নজরে তার তালিকা:

শিয়ালদা-ডানকুনি আপ 32249/ ডাউন 32252

রবিবার (6 এপ্রিল) যে ট্রেনগুলো বাতিল করা হয়েছে, এক নজরে তার তালিকা:

শিয়ালদা-বনগাঁ আপ 33813/ ডাউন 33822

শিয়ালদা-হাবরা আপ 33651/ ডাউন 33652

শিয়ালদা-ডানকুনি আপ 32211, 32213, 32215, 32217/ ডাউন 32212, 32214, 32216, 32218

আগামী 11 এপ্রিল অর্থাৎ রবিবার যে লোকাল ও এক্সপ্রেস ট্রেনের সময় পরির্বতন করা হয়েছে সেগুলি হল:

22202 পুরী শিয়ালদা দুরন্ত এক্সপ্রেস আগামী 5 এপ্রিল অর্থাৎ শনিবার 3 ঘণ্টার জন্য নিয়ন্ত্রণ করা হয়েছে। ট্রেনটি পুরী থেকে রাত 7.25 মিনিটের পরিবর্তে রাত 10.25 মিনিটে ছাড়বে।

যে সব লোকাল ও এক্সপ্রেস ট্রেন ঘুরে পথে যাত্রা করবে, সেগুলির তালিকা:

13148 বামনহাট-শিয়ালদা উত্তরবঙ্গ এক্সপ্রেস শনিবার ছাড়বে। ট্রেনটি ব্যান্ডেল-নৈহাটি-দমদম জংশন হয়ে ঘুরপথে গন্তব্যে পৌঁছবে। তবে সাধারণত ট্রেনটি ডানকুনি-দমদম এবং বেলঘরিয়া হয়ে গন্তব্যে পৌঁছয়।

12344 হলদিবাড়ি-শিয়ালদা দার্জিলিং মেল শনিবার যাত্রা শুরু করবে। ট্রেনটি ডানকুনি-দমদম জংশনের পরিবর্তে ব্যান্ডেল-নৈহাটি-দমদম জংশন হয়ে গন্তব্যে পৌঁছবে।

12378 নিউ আলিপুরদুয়ার-শিয়ালদা পদাতিক এক্সপ্রেস ট্রেনটি শনিবার ডানকুনি ও দমদম জংশন এর পরিবর্তে ব্যান্ডেল নৈহাটি ও দমদম জংশন হয়ে গন্তব্যে পৌঁছবে।

error: Content is protected !!