
রামনবমীতে নতুন পামবান ব্রিজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মোদি
রামনবমীতে দেশে ফিরে নতুন পামবান রেলওয়ে ব্রিজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এই ব্রিজ উদ্বোধনের ফলে তামিলনাড়ুর মণ্ডপম রেল স্টেশন থেকে সরাসরি রামেশ্বরম দ্বীপে পৌঁছনো যাবে ৷ রবিবার সকালে প্রধানমন্ত্রী শ্রীলঙ্কা সফর শেষে তামিলনাড়ুর রামেশ্বরমে পৌঁছন ৷ সেখানে শ্রী আরুলমিগা রামানাথস্বামী মন্দিরে পুজো দেন তিনি ৷ এরপর পামবান ব্রিজের সূচনা করেন প্রধানমন্ত্রী ৷ তিনি সোশাল মিডিয়ায় বেশ কয়েকটি ছবি পোস্ট করে লেখেন, “ভারত উচ্চমানের পরিকাঠামো তৈরির চেষ্টা করছে ৷ সেই প্রচেষ্টার জন্য আজকের দিনটি একটি বিশেষ দিন ৷ নতুন পামবান ব্রিজের উদ্বোধন করা হয়েছে ৷ রামেশ্বরম-টামবারাম (চেন্নাই) ট্রেন পরিষেবার সূচনা হল ৷” পামবান ব্রিজ দেশের প্রথম ভার্টিকাল লিফ্ট রেলওয়ে সি ব্রিজ ৷ এই ব্রিজে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার করা হয়েছে ৷ এদিন প্রধানমন্ত্রী মোদি রিমোটের মাধ্যমে ভার্টিকাল লিফ্টটি উপরে তোলেন ৷ সেই সময় ব্রিজের তলা দিয়ে উপকূলরক্ষী বাহিনীর একটি জাহাজ চলে যায় ৷ এই ব্রিজের উদ্বোধন ছাড়াও তিনি রামেশ্বরম ও চেন্নাইয়ের টামবারামের মধ্যে ট্রেন চলাচলের সূচনা করেন ৷ এর ফলে তীর্থযাত্রীদের রামেশ্বরম তীর্থস্থানে পৌঁছতে সুবিধা হবে বলে মনে করা হচ্ছে ৷ এদিনের অনুষ্ঠানে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের উপস্থিত থাকার কথা থাকলেও তিনি ছিলেন না ৷ তবে রাজ্যের রাজ্য়পাল আরএন রবি, কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, তামিলনাড়ুর মন্ত্রী থঙ্গম থেন্নারাসু এবং বিজেপি নেতা কে আন্নামালাই, সুধাকর রেড্ডি, এইচ রাজা এবং নৈনার নাগেনথিরান হাজির ছিলেন ৷ এছাড়া রামনাথপুরম জেলার কালেক্টর সিমরঞ্জিত সিং কাহলোনও উপস্থিত ছিলেন ৷ ভারত মহাসাগরের উপর অবস্থিত এই পামবান ব্রিজ ২.০৮ কিমি দীর্ঘ ৷ এই ব্রিজ তৈরি করতে ৫৫০ কোটি টাকা খরচ হয়েছে ৷ এই ব্রিজে দু’টি রেল ট্র্যাক রয়েছে ৷ তাই একসঙ্গে দু’টি ট্রেন এখান দিয়ে যাতায়াত করতে পারে ৷