
শুল্কনীতি থেকে পিছু হটছেন না মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প!
দ্বিতীয়বাার শপথ নিয়েই বিভিন্ন দেশের পণ্যের উপর শুল্ক আরোপের কথা ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৷ সেই মত বিভিন্ন দেশের পণ্যের উপর আমদানি শুল্ক ঘোষণা করেছেন তিনি ৷ ভারতের পণ্যের উপরও 26 শতাংশ শুল্ক আরোপ করেছেন মোদির ‘বন্ধু’ ট্রাম্প ৷ 2 এপ্রিল বিভিন্ন দেশের পণ্যের উপর শুল্ক আরোপের কথা ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ৷ 8 এপ্রিল মধ্যরাত থেকে এই বর্ধিত শুল্ক কার্যকর হবে ৷ ট্রাম্পের এই নতুন শুল্ক ঘোষণার পর থেকে বিশ্বের শেয়ার বাজারে ধস নেমেছে ৷ আর্থিক বাজার অস্থিরতা দেখা দেওয়ায় মন্দার আশঙ্কা তৈরি করেছে ৷ এর ফলে বিশ্ব বাণিজ্য ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে । কিন্তু এর দায় ভার নিতে চান না ট্রাম্প ৷ শুধু তাই নয়, বিভিন্ন দেশের পণ্যের আমদানি শুল্ক আরোপের সিদ্ধান্ত থেকে তিনি যে পিছু হটবেন না, তা পরিষ্কার করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ৷ সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প জানান, তিনি চান না বিশ্ব বাজার পতন হোক ৷ তবে তিনি এ নিয়ে উদ্বিগ্ন নন ৷ ট্রাম্পের মতে, “কখনও কখনও কিছু ঠিক করার জন্য ওষুধ দিতে হয়।” তিনি পরিষ্কার জানিয়ে বিশ্বের বেশিরভাগ দেশ থেকে আমদানির উপর তার ব্যাপক শুল্ক আরোপের সিদ্ধান্ত থেকে তিনি পিছু হটবেন না, যতক্ষণ না দেশগুলি মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের বাণিজ্য শুল্ক সমান হয়।