
‘সুপ্রিমকোর্টে স্বস্তি! অতিরিক্ত শূন্যপদ মামলায় সিবিআই তদন্তের নির্দেশ খারিজ
প্রায় 26 হাজার চাকরি বাতিলের অস্বস্তির মধ্যে অতিরিক্ত শূন্যপদ মামলায় রাজ্যের সুপ্রিম স্বস্তি ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার সুপার নিউমেরি পদ সৃষ্টির বিষয়ে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশ মঙ্গলবার খারিজ করে দিল শীর্ষ আদালত ৷ মন্ত্রিসভার সিদ্ধান্তে অতিরিক্ত শূন্যপদ তৈরি নিয়ে সিবিআই তদন্তের নির্দেশ খারিজ করে দেন বিচারপতি সঞ্জীব খান্না ৷ তবে সুপ্রিম কোর্ট বলেছে যে, পশ্চিমবঙ্গে ২৫৭৫২ জন শিক্ষক ও কর্মচারীর নিয়োগের অন্যান্য দিকগুলির বিষয়ে সিবিআই তদন্ত অব্যাহত থাকবে ।
বিচারপতি সঞ্জীব খান্নার বক্তব্য :
এই বিষয়ে বিচারপতি জানান, সুপার নিউমেরারি পোস্ট তৈরি অবৈধ নয় ৷ অতিরিক্ত পদ সৃষ্টির কারণ ছিল অপেক্ষায় থাকা চাকরিপ্রার্থীদের নিয়োগের জন্য ৷ ক্যাবিনেট যদি এমন সিদ্ধান্ত নেয় তাহলে কেন্দ্রীয় এজেন্সি তাতে হস্তক্ষেপ করতে পারে না ৷ এটা অসাংবিধানিক, যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পরিপন্থী ৷ এছাড়াও অতিরিক্ত শূন্যপদ তৈরিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছিল ৷ রাজ্যপালের অনুমোদনও নেওয়া হয়েছিল ৷ সুতরাং, এতে আর আদালতের হস্তক্ষেপের প্রয়োজন নেই ৷
মামলাকারীদের আইনজীবীদের বক্তব্য :
সুপ্রিম কোর্টের নির্দেশ খারিজ নিয়ে মামলাকারীদের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, “বিচার যেমন চলার তেমন চলবে ৷ শুধু সিবিআই তদন্তটা হবে না ৷ কারণ সাংবিধানিক শক্তির বিরুদ্ধে সিবিআই তদন্ত সঠিক নয় ৷ মুখ্যমন্ত্রী স্বীকার করছেন অযোগ্য আছে ৷ দেশের আইন না মানলে যা হওয়ার হবে ৷ তিনি আদালতের আদেশকে অমান্য করলে আইনি ব্যবস্থা নেব আমরা ৷ আইনের পথে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ৷ শিক্ষার উপর ইমপ্যাক্ট তিনি তৈরি করেছেন ৷ টাকা দিয়ে চাকরি তিনি দিয়েছেন ৷ ওনার জন্য শিক্ষকদের বিরুদ্ধে সমাজের মনে অশ্রদ্ধা তৈরি হয়ে গেল ৷ গোটা ক্যাবিনেট জেলে চলে যাবে সেটা ভেবে রাজ্য সরকার জয় দেখছে ৷” মামলাকারীদের আর এক আইনজীবী ফিরদৌস শামিম জানান, ক্যাবিনেট সিদ্ধান্তের বিরুদ্ধে শুধু সিবিআই তদন্তটা বাতিল করেছে সুপ্রিম কোর্ট ৷ বাকি নিয়োগগুলি (যেমন : নবম-দশম, দ্বাদশ-একাদশ) এইসবের ক্ষেত্রে সিবিআই তদন্ত চলছে তেমন চলবে ৷ সুপার নিউমেরারি পোস্ট বৈধ না অবৈধ তা নিয়ে একটি শব্দও বলেনি সুপ্রিম কোর্ট ৷ এটা নিয়ে রিড পিটিশন দেবে কলকাতা হাইকোর্ট ৷ সুপ্রিম কোর্ট যে নির্দেশ খারিজ করেছে তা হল, মন্ত্রিসভার এই সিদ্ধান্তের বিরুদ্ধে সিবিআই তদন্ত করা যাবে না ৷ বাকি বিষয়গুলি নিয়ে যেমন তদন্ত চলছে তেমন চলবে ৷
প্রসঙ্গত, এসএসসি মামলায় সুপার নিউমেরিক পোস্ট নিয়ে গুরুত্বপূর্ণ রায় দেয় কলকাতা হাইকোর্ট । রাজ্য সরকারের তৈরি এই সুপার নিউমেরিক পোস্ট নিয়ে সিবিআইকে তদন্ত জারি রাখার নির্দেশও দেয় আদালত ৷ প্রয়োজনে এই পোস্ট তৈরির নেপথ্যে যাঁরা রয়েছেন তাঁদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য সিবিআইকে অনুমতি দেওয়া হয়েছিল আদালতের তরফে ৷
হাইকোর্টের রায়ের পর ক্যাবিনেটের তৈরি সুপার নিউমেরিক পোস্ট নিয়ে শুরু হয় বিতর্ক ৷ যদিও শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছিলেন, সুপার নিউমার পোস্টে রাজ্য সরকারের তরফে একটি চাকরিও দেওয়া হয়নি ৷ এই নিয়ে তিনি তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে কটাক্ষও করেন ৷ এরপর হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল সরকার ৷ এই সংক্রান্ত মামলায় এতদিন পর্যন্ত স্থগিতাদেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট ৷ আজ শুনানিতে ক্যাবিনেটের সিদ্ধান্তের উপর সিবিআই তদন্তের নির্দেশ খারিজ করে দিল সুপ্রিম কোর্ট ৷