১০ চাকরিহারা শিক্ষকদের নিয়ে এসএসসি দফতরে বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়

কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তথা বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে দেখা করলেন দশ জন চাকরিহারা শিক্ষক ৷ এরপর তাঁদের নিয়ে সল্টলেকে স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) দফতরে যান তিনি ৷ এদিকে এদিন দফতরে উপস্থিত ছিলেন না এসএসসি’র চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার ৷ তাই তাঁর সঙ্গে দেখা হয়নি বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় ও চাকরিহারা শিক্ষকদের ৷

চাকরিহারা দশ শিক্ষক: সুমন বিশ্বাস, ভাস্কর ঘোষ, ইন্দ্রজিৎ মণ্ডল, অনিরুদ্ধ ভট্টাচার্য, রাজীব হাঁসদা, পল্লব দত্ত, সুদীপ কোনার, অভিজিৎ করণ, বাপ্পাদিত্য সর্দার এবং শ্বেতা রায় ৷

error: Content is protected !!