
পঞ্জাবের কাছেও ১৮ রানে হারলো চেন্নাই
পঞ্জাব কিংস ২১৯-৬ (প্রিয়াংশ আর্য ১০৩, শশাঙ্ক ৫২),
চেন্নাই সুপার কিংস: ২০০-৫ (কনওয়ে ৬৯, দুবে ৪২),
পঞ্জাব কিংস ১৮ রানে জয়ী।
১২ বলে ২৭ রানের ইনিংস খেললেন বটে, কিন্তু ধোনিও জেতাতে পারলেন না চেন্নাইকে। পারবেনই বা কী করে, চেন্নাইয়ের পরাজয় সম্ভবত তিনি ক্রিজে আসার আগেই নির্ধারণ হয়ে গিয়েছিল। প্রথম ইনিংসে পঞ্জাবের তরুণ ওপেনার প্রিয়াংশ আর্যর অনবদ্য সেঞ্চুরি আর চেন্নাই টপ অর্ডারের মন্থর ব্যাটিং ইয়োলো আর্মির হার নিশ্চিত করে দিয়েছিল। শেষপর্যন্ত চেন্নাই হারল ১৮ রানে। এই নিয়ে পর পর চার ম্যাচে হারের মুখ দেখতে হল সিএসকে-কে। এদিন টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় পঞ্জাব কিংস। গত কয়েকটা ম্যাচে সিএসকে রান তাড়া করেও জিততে পারেনি, তাদের সেই দুর্বলতাকে কাজে লাগাতে চেয়েছিলেন শ্রেয়স আইয়ার। প্রথমে ব্যাট করে পঞ্জাব তোলে ২১৯ রান। এই রানটা আসে প্রিয়াংশ আর্যর ব্যাট থেকে। তিনি ওপেনে নেমে ৪২ বলে ১০৩ রান করে। শেষে শশাঙ্ক সিং ও মার্কো জেনসেন করেন যথাক্রমে ৫২ ও ৩৪ রান। এদের জুটি তোলে ৭১ রান। এই জুটিই দলের রান নিয়ে যায় ২১৯-এ। পঞ্জাবের টপ ও মিডল অর্ডার ব্যাটারা প্রত্যেকেই মুখ থুবড়ে পড়েন। প্রভসিমরন সিং, শ্রেয়স আইয়ার, মার্কোস স্টোইনিস, নেহাল ওয়াধেরা, গ্লেন ম্যাক্সওয়েল করেন যথাক্রমে ০, ৯, ৪, ৯ ও ১ রান।সিএসকের হয়ে বল হাতে দুটি করে উইকেট নেন খলিল আহমেদ, রবিচন্দ্রন অশ্বিন। একটি করে উইকেট নেন মুকেশ চৌধুরী, নূর আহমেদ। রান তাড়া করতে নেমে সিএসকে ভালো শুরু করে। রাচিন রবীন্দ্র ও ডেভন কনওয়ে জুটি করে ৬১ রান। ৩৬ রানে রাচিন ফেরার পরেই আউট হন ঋতুরাজ গায়কোয়াড়। মাত্র এক রান করেন তিনি। এর পর শিবম দুবে করেন ৪২। তবে এই ম্যাচে সবাইকে চমকে দিয়ে পাঁচ নম্বরে ব্যাট করতে নামেন মহেন্দ্র সিং ধোনি। তিনি ১৫.৫ ওভারে ব্যাট করতে নামেন। কিন্তু ফিনিশ করে ফিরতে পারেননি। ১২ বলে ২৭ রানের ইনিংস খেলে আউট হন। ধোনি ফেরার পর জাডেজা ও বিজয় শংকর নামলেও তাঁরা জেতানোর জন্য লড়াই দিতে পারেননি। ফলে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ২০১ রানে আটকে যায় সিএসকে। পাঞ্জাবের হয়ে দুটি উইকেট নেন লকি ফার্গুসন। একটি করে উইকেট নেন যশ ঠাকুর ও গ্লেন ম্যাক্সওয়েল।