কসবায় DI অফিসে ধুন্ধুমার, চাকরিহারা শিক্ষকদের ওপর লাঠিচার্জ

কসবায় DI অফিসে চাকরিহারাদের উপর পুলিশের লাঠিচার্জ। বুধবার সকালে কসবায় বিদ্যালয় পরিদর্শকের অফিসের (DI) সামনে চাকরিহারাদের বিক্ষোভকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হলো। চাকরিহারাদের সেখান থেকে সরাতে পুলিশকে লাঠিচার্জ করতে হয়। নিরস্ত্র বিক্ষোভকারীদের উপর পুলিশের লাঠিচার্জ নিয়ে উঠছে প্রশ্ন। পুলিশের লাঠির ঘায়ে পড়ে যান এক শিক্ষক। কয়েকজনকে টেনে হিঁচড়ে সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। এরপরেই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। ক্ষোভে ফেটে পড়েন সেখানে উপস্থিত অন্য চাকরিহারারা। বিক্ষোভকারী চাকরিহারাদের প্রশ্ন, ‘কেন মারা হলো? বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।’ পরে ঘটনাস্থলে পৌঁছন ডিসি এসএসডি বিদিশা কলিতা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে ভালোই বেগ পেতে হয়েছে। পুলিশের পাল্টা দাবি, সরকারি সম্পত্তি নষ্টের চেষ্টা করা হচ্ছিল। তা ঠেকাতেই বিক্ষোভকারীদের সরানো হয়েছে।

error: Content is protected !!