সাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ! সপ্তাহান্তে বৃষ্টির পূর্বাভাস

দক্ষিণ-পূর্ব মধ্যপ্রদেশ থেকে একটি ঘূর্ণাবর্ত পূর্ব গাঙ্গেয় বঙ্গ অতিক্রম করে ছত্তিশগড় এবং ঝাড়খণ্ড পর্যন্ত বিস্তৃত । এই ঘূর্ণাবর্তিটি সমুদ্র পৃষ্ঠ থেকে ০.৯ কিলোমিটার ওপরে অবস্থান করছে ৷ এর ফলে অনুকুল বায়ু প্রবেশের পরিস্থিতি তৈরি হয়েছে এবং বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে দক্ষিণবঙ্গের আকাশে। যার জেরে আগামী রবিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ দমকা হাওয়ার পরিস্থিতি তৈরি হতে চলেছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এর সঙ্গে নিম্নচাপ তৈরির ইঙ্গিতও রয়েছে । মধ্য দক্ষিণ বঙ্গোপসাগরে মঙ্গলবার তৈরি হয়েছে একটি নিম্নচাপ । বুধবার ভোর থেকে তা উত্তর-পশ্চিম দিকে এগোতে শুরু করেছে । আজ অর্থাৎ বৃহস্পতিবার রাতের পর এটি অবস্থান করবে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় ৷ পরবর্তী ৪৮ ঘণ্টায় এর অভিমুখ হবে উত্তর দিকে । এটি ক্রমশ পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের দিকে এগোবে। তবে কলকাতায় এই মুহূর্তে বৃষ্টির সম্ভাবনা কম । নিম্নচাপ যত স্থলভাগের দিকে এগোবে তত বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি পাবে। ফলে শুক্র বা শনিবার নাগাদ বৃষ্টির সম্ভবনা তৈরি হতে পারে । আজ দিনের আকাশ আংশিক মেঘলা থাকবে। বেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পরিস্থিতি তৈরি হতে পারে । কলকাতা এবং অঞ্চলে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩৪ ডিগ্রি এবং ২৬ ডিগ্রির আশেপাশে থাকবে ৷

error: Content is protected !!