ওয়াকফ প্রতিবাদে জমায়েত, চাকরিহারাদের মিছিল, অফিস টাইমে জোড়া কর্মসূচিতে স্তব্ধ মহানগর

অফিস টাইমে শহর কলকাতায় নাভিশ্বাস নিত্যযাত্রীদের ৷ মহানগরী আজ পরিণত হয়েছে মিছিল নগরীতে ৷ সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদে আজ রাস্তায় নেমেছেন বহু সংখ্যালঘু মানুষ । পাশাপাশি রয়েছে চাকরিহারাদের মিছিল ৷ জোড়া কর্মসূচিতে ব্যস্ত সময়ে শহরের প্রায় সব গুরুত্বপূর্ণ রাস্তাই যানজটে স্তব্ধ হয়ে পড়েছে ৷ হয়রানির শিকার নিত্যযাত্রীরা ৷ বৃহস্পতিবার সকাল থেকেই তীব্র যানজট শহরের বিভিন্ন রাস্তায় ৷ ওয়াকফ আইনের প্রতিবাদে এদিন মৌলালির রামলীলা ময়দানে জমায়েত কর্মসূচি রয়েছে ৷ সেখানে যোগ দিতে সকাল থেকেই বিভিন্ন জেলা থেকে এদিন বাস বোঝাই করে শহরমুখী বিক্ষোভকারীরা ৷ এর ফলে পার্ক সার্কাস, মৌলালি, লেনিন সরণি, এজেসি বোস রোড ফ্লাইওভার প্রায় অবরুদ্ধ ৷ যান চলাচল খুব ধীরগতিতে চলছে মল্লিকবাজারমুখী সব রাস্তা, এমনকি পার্ক সার্কাসমুখী মা ফ্লাইওভারেও । লালবাজার ট্র্যাফিক বিভাগ সূত্রের খবর, কিছু সময়ের জন্য বন্ধ রাখা হয়েছে সিআইটি রোড । আর তার জেরে তীব্র যানযট হয় গোটা কলকাতা জুড়ে । লালবাজারের তরফে জানানো হচ্ছে যে, এদিন অন্যদিনের তুলনায় বেশি সংখ্যক ট্র্যাফিক সার্জেন মোতায়েন করা হয়েছে । পাশাপাশি রাস্তায় রয়েছে একাধিক এসিপি পদমর্যাদার পুলিশ আধিকারিকরাও । তবে একসঙ্গে মহানগরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় মিছিল বের হওয়াতে শহর কলকাতার বুকে সৃষ্টি হয়েছে তীব্র যানযট । ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদের পাশাপাশি আজ দুপুর 12টায় চাকরিহারাদের একটি মিছিল শুরু হয়েছে শিয়ালদা থেকে । মিছিলটি শেষ হবে ধর্মতলায় । এই মিছিলে শামিল হওয়ার জন্য নাগরিক সমাজের সকলকে আহ্বান জানিয়েছেন সুপ্রিম কোর্টের সাম্প্রতিক রায়ে চাকরিহারাদের একাংশ । তার ফলে দুপুরে নতুন করে যানজট তীব্র হতে পারে মধ্য কলকাতায় । মধ্য কলকাতার একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় যানজট হওয়ায় হাওড়া ব্রিজেও ধীরগতিতে যান চলাচল করছে । ফলে গন্তব্যে যেতে গিয়ে বিপাকে পড়তে হচ্ছে নিত্যযাত্রীদের ।

error: Content is protected !!