চাকরিহারাদের আন্দোলনে সামিল জুনিয়র চিকিৎসকরাও, উঠল ‘হোক কলরব’ স্লোগান

চাকরিহারা স্কুল শিক্ষকদের মিছিলে যোগ দিলেন আরজিকর আন্দোলনের অন্যতম মুখ জুনিয়র চিকিৎসক দেবাশিস হালদার ৷ আগেই জুনিয়র চিকিৎসকরা জানিয়েছিলেন তাঁরা এই আন্দোলনে সামিল হবেন ৷ সেই মতো বৃহস্পতিবারের মিছিলে পা মেলান তিনি ৷ সেন্ট্রাল এভিনিউ পেরিয়ে চাঁদনি চকে ঢুকতেই মিছিল থেকে উঠল ‘হোক কলরব’ স্লোগান ৷ 2015 সালে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পুলিশের লাঠিচার্জের পর অতি জনপ্রিয় হয়েছিল এই স্লোগান ৷ যাদবপুরের ওই আন্দোলনটিকেই অনেকে ‘হোক কলরব’ আন্দোলন বলে মনে রেখেছেন ৷ এবার চাকরিহারাদের মিছিলেও শোনা গেল হোক কলরব ৷ চাকরি ফিরিয়ে দেওয়ার দাবি নিয়ে অনশনে বসেন এক চাকরিহারা শিক্ষক। তাঁকে সমর্থন জানাতে এবার সেই মঞ্চে আসলেন আরেক অনশনকারী। আরজিকর আন্দোলনে অন্যতম আন্দোলনকারী মুখ ছিলেন এনআরএস হাসপাতালে জুনিয়র চিকিৎসক পুলস্থ্য আচার্য। ধর্মতলায় দীর্ঘদিন অনশন করেছিলেন তিনি। শিক্ষকদের আন্দোলনের পাশে দাঁড়ালেন তিনি।

error: Content is protected !!