
রাজ্যজুড়েই বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গের ৬ জেলায় ঝড় এবং ভারী বৃষ্টির সতর্কতা জারি
আজ থেকে রাজ্যজুড়েই বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের ৷ চলবে আগামী কয়েকদিন ৷ বৃহস্পতিতে জেলায় জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে । রাতে কলকাতা ও তৎপ্বার্শবর্তী জেলায় বৃষ্টি ও দমকা হাওয়ায় ভ্যাপসা গরমে ছেদ পড়েছে । শুক্রবারও একই পরিস্থতিতে স্বস্তি আসতে পারে জনজীবনে ৷ কলকাতায় সপ্তাহান্তে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে । সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। আজ দিনের আকাশ আংশিক মেঘলা থাকবে। বজ্রবিদ্যুত-সহ বৃষ্টি সঙ্গে দমকা হাওয়া বইবে। আজ কলকাতা এবং তৎপ্বার্শবর্তী অঞ্চলে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩৪ ডিগ্রি এবং ২৫ ডিগ্রির আশেপাশে থাকবে ৷ আলিপুর আবহাওয়া দফতরের মতে, সমুদ্র পৃষ্ঠের ৫.৮ কিলোমিটার ওপরে বায়ুমন্ডলে একটি চক্রবৎ ঘূর্ণাবর্ত রয়েছে ৷ যা উত্তর-পূর্ব বিহারে অবস্থান করছে ৷ আরেকটি চক্রবৎ ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর বাংলাদেশে ৷ যা সমুদ্রপৃষ্ঠের ০.৯ কিলোমিটার ওপরে রয়েছে ৷ এই জোড়া ঘূর্ণাবর্তের প্রভাবে বাতাস প্রবেশের অনুকুল পরিস্থিতি তৈরি হয়েছে ৷ পাশাপাশি বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করেছে । ফলে ১৪ এপ্রিল অর্থাৎ সোমবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি এবং সঙ্গে দমকা হাওয়া বইবে বাংলার কয়েকটি জেলায়। কার্যত রাজ্যের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা। বিশেষত পশ্চিমাঞ্চলের কিছু জেলায় বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, বঙ্গোপসাগরে তৈরি হয়েছে সুস্পষ্ট নিম্নচাপ । দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এবং পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় নিম্নচাপের অবস্থান। বৃহস্পতিবার থেকে এটি উত্তর-পশ্চিম দিকে এগিয়ে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় আরও ঘনীভূত হয়ে অবস্থান করবে। আজ নিম্নচাপের অভিমুখ হবে উত্তর এবং উত্তর-পূর্ব দিকে। তারপর মধ্য বঙ্গোপসাগর এলাকায় এটি শক্তি বৃদ্ধি করবে।দক্ষিণবঙ্গ আজ ঝড় ও ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গের ৬ জেলায়। দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। ৬ জেলায় ঝড়-বৃষ্টির সঙ্গে সঙ্গে ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইবে। সতর্কতা জারি পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে ৷