
ভরদুপুরে সন্তোষপুর সার্ভে পার্ক থানা এলাকায় খেলনা বন্দুক নিয়ে ব্যাংক ডাকাতির চেষ্টা!
আচমকা বন্দুক নিয়ে ঢুকে আসা যুবককে দেখেই শোরগোল পরে যায় গ্রাহকদের মধ্যে। সম্পূর্ণ ঘটনা শুনলে আরও অবাক হবেন। পুলিশের তরফে জানা গিয়েছে ধৃতের নাম ডালিম বোস। সন্তোষপুর এলাকায় সাউথ অ্যাভিনিউতে বাড়ি। খেলনা বন্দুক নিয়ে SBI ব্যাংকে ঢুকে এক গ্রাহককে ওই বন্দুক দেখিয়ে ভয় দেখান ওই ব্যক্তি। যা টাকা আছে তা দিয়ে দিতে বলেন। এরপর অল্প সময়েই ব্যাংকের ভিতরেই তাকে ধরে ফেলেন অন্য গ্রাহকরা। কিছুক্ষণের মধ্যেই সার্ভে পার্ক থানায় খবর দেওয়া হয়। পুলিশ গিয়ে গ্রেফতার করে ওই ব্যক্তিকে। তার সঙ্গের খেলনা বন্দুক বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশ সূত্রে প্রাথমিক ভাবে জানা গিয়েছে সার্ভে পার্ক থানা এলাকার এসবিআই ব্রাঞ্চে ‘খেলনা’ পিস্তল দেখিয়ে ডাকাতির চেষ্টার অভিযোগে গ্রেফতার করা হয়েছে এক যুবককে। লোকজন ধরে ফেলে মারধর করে পুলিশের হাতে তুলে দেয় অভিযুক্তকে। তবে অভিযুক্ত একই ছিল নাকি সঙ্গে আরও কেউ ছিল তা খতিয়ে দেখছে পুলিশ। পুলিশের তরফে জানানো হয়েছে ঘটনায় ধৃত ছাড়াও আর কোনও সঙ্গী ছিলেন কি না দেখা হচ্ছে। ইতিমধ্যেই বাইপাসে সমস্ত সিগন্যালে অ্যালার্ট করা হয়েছে। সন্দেহভাজন গাড়ি দেখলে চেক করতে বলা হয়েছে।