আন্দোলনরত চাকরিহারাদের মাঝে এসে বিক্ষোভের মুখে বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়! উঠল ‘গো ব্যাক’ স্লোগান

এসএসসি ভবনের সামনে আন্দোলনরত শিক্ষকদের মাঝে এসে বিক্ষোভের মুখে অভিজিৎ গঙ্গোপাধ্যায়। উঠল ‘গো ব্যাক’ স্লোগান। চাকরিহারা শিক্ষকদের অনেকে অনশনে বসেছেন। অনেকে আবার অবস্থানে। তাঁদের পাশে দাঁড়ানোর জন্য সেখানে এদিনও পৌঁছান বিজেপি সাংসদ ও কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এদিন চাকরিহারারা একটি সাউন্ড-সিস্টেম নিয়ে এসেছিলেন। সেই গাড়িতে অভিজিৎ গঙ্গোপাধ্যায় যখন উঠতে যাচ্ছেন, তখন একদফায় তাঁকে বাধা দেওয়া হয়। কয়েকজন ব্যক্তি যাঁরা নিজেদের চাকরিহারা বলে দাবি করছেন, তাঁরা বিক্ষোভ দেখান। তাঁদের বক্তব্য ছিল, এখানে তাঁরা কোনও রাজনীতির প্রবেশ ঘটতে দেবেন না। শেষমেশ অভিজিৎ গঙ্গোপাধ্যায় গাড়িতে উঠে নিজের বক্তব্য রাখেন। তিনি যখন বক্তব্য রাখছেন সেই সময় আচমকায় ‘গো ব্যাক’ স্লোগন উঠতে থাকে। এই স্লোগানের মধ্যেই তাঁকে এলাকা ছাড়তে হয়। একপ্রকার নিরাপত্তকর্মীরা তাঁকে বের করে নিয়ে আসেন। সেইসময় বিধাননগর পুলিশের সহযোগিতাও দেখা যায়।  এ প্রসঙ্গে অবশ্য অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলছেন, “গো ব্যাক স্লোগান দিয়েছে আমি শুনিনি। এটা আপনারা বলছেন। আপনারা যখন বলছেন, আমি মেনে নিচ্ছি 

error: Content is protected !!