গুজরাতকে ৬ উইকেটে হারালো লখনউ সুপার জায়ান্টস

লখনউ সুপার জায়ান্টসের কাছে হেরে চলতি আইপিএল-এ শীর্ষস্থান হারাল গুজরাত টাইটানস। ৬ ম্যাচ খেলে ৮ পয়েন্টেই আটকে থাকলেন শুবমান গিলরা। তাঁরা দ্বিতীয় স্থানে নেমে গেলেন। ৪ ম্যাচ খেলে ৮ পয়েন্ট নিয়ে শীর্ষে পৌঁছে গেল দিল্লি ক্যাপিটালস। গুজরাতের চেয়ে রান রেটে এগিয়ে থাকায় শীর্ষে দিল্লি। ৬ ম্যাচ খেলে ৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে উঠে এল লখনউ। এবারের আইপিএল-এর শুরু থেকেই দুর্দান্ত লড়াই দেখা যাচ্ছে। প্লে-অফের যোগ্যতা অর্জনের লড়াই জমে উঠেছে। পয়েন্ট তালিকায় উপরের দিকে থাকা দলগুলি কিছুটা এগিয়ে থাকলেও, শেষের দিকে থাকা দলগুলিও লড়াইয়ে আছে।

শনিবার ঘরের মাঠে টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন লখনউয়ের অধিনায়ক ঋষভ পন্থ। প্রথমে ব্যাটিং করতে নেমে ৬ উইকেটে ১৮০ রান করে গুজরাত। শুবমান ও সাই সুদর্শনের ওপেনিং জুটিতে যোগ হয় ১২০ রান। শুবমান ৩৮ বলে ৬০ এবং সুদর্শন ৩৭ বলে ৫৬ রান করেন। তাঁরা যখন ব্যাটিং করছিলেন, তখন মনে হচ্ছিল গুজরাতের স্কোর ২০০ পেরিয়ে যাবে। কিন্তু মিডল অর্ডারের ব্যর্থতার জেরে বড় স্কোর করতে পারেনি গুজরাট। তার ফলেই হেরে শীর্ষস্থান খোয়াতে হল। এদিন ওপেন করতে নামেন লখনউয়ের অধিনায়ক ঋষভ। তিনি ফের ব্যর্থ হলেন। এদিন ১৮ বলে ২১ রান করেন। অপর ওপেনার এইডেন মার্করাম ৩১ বলে ৫৮ রান করেন। তিনি নয়টি বাউন্ডারি এবং একটি ওভার-বাউন্ডারি মারেন। তিন নম্বরে ব্যাটিং করতে নেমে ফের ভালো পারফরম্যান্স দেখান নিকোলাস পুরাণ । তিনি একটি বাউন্ডারি এবং সাতটি ওভার-বাউন্ডারি মারেন। ২০ বলে ২৮ রান করে অপরাজিত থাকেন আয়ূষ বাদোনি। ১৯.৩ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় লখনউ।

error: Content is protected !!