
সরকারি বাসের রেষারেষি, পার্ক স্ট্রিটের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার মাঝে ডিভাইডারে ধাক্কা, আহত ৫ যাত্রী
ফের কলকাতা শহরে দুর্ঘটনা । সরকারি বাসের রেষারেষির জেরে আহত পাঁচ যাত্রী। পার্ক স্ট্রিটের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার মাঝে ডিভাইডারে ধাক্কা মারে একটি বাস। সোমবার সকালে এই দুর্ঘটনা সাক্ষী থাকল তিলোত্তমা। হাওড়া-যাদবপুর রুটের একটি সরকারি বাসে দুর্ঘটনাটি ঘটেছে। প্রাথমিক ভাবে খবর, বাসটি যাদবপুরের দিকে যাচ্ছিল। সেই সময়েই পার্ক স্ট্রিটের কাছে ডিভাইডারের উপরে উঠে যায় সেটি। কী ভাবে দুর্ঘটনাটি ঘটল, তা এখনও জানা যায়নি। তবে প্রত্যক্ষদর্শীদের একাংশের বয়ান অনুযায়ী, একটি বেসরকারি বাসের সঙ্গে রেষারেষি চলছিল দুর্ঘটনাগ্রস্ত বাসটির। সেই সময়েই ডিভাইডারে ধাক্কা মারে। ফলে এই দুর্ঘটনা। প্রসঙ্গত, কলকাতা শহরে বাসের রেষারেষি কোনও নতুন ঘটনা নয়। প্রায় প্রতিদিনই এই ঘটনার শিকার হন নিত্যযাত্রীরা। প্রশাসনের বার বার হুঁশিয়ারি সত্ত্বেও থোড়াই একাধিক বাসে। এই বাসের রেষারেষির কারণে মৃত্যুরও পর্যন্ত সাক্ষী থেকে এই শহর। তবুই এই প্রাণঘাতী ঘটনার কোনও শেষ হয় না। বহু যাত্রীর বক্তব্য, বাসকে রেষারেষি থামাতে বললেও তারা কর্ণপাত করে না, উল্টে যাত্রীদের উপরেই চোটপাট দেখায়। কবে এই ‘মারণখেলা’ শেষ হবে তার কোনও উত্তর নেই।