
ওয়াকফ প্রতিবাদে এবার তপ্ত ভাঙড়, পুলিশ-আইএসএফ কর্মীদের সংঘর্ষ
নয়া ওয়াকফ আইনের বিরোধিতায় এবার উত্তপ্ত হয়ে উঠল ভাঙড়। সোমবার শিয়ালদহের রামলীলা ময়দানে আইএসএফের তরফে ওয়াকফ বিরোধী কর্মসূচির আয়োজন করা হয়েছিল। সেখানে যোগ দিতে যাচ্ছিলেন আইএসএফের কর্মী, সমর্থকরা। অভিযোগ, বাসন্তী হাইওয়েতে ভোজেরহাটের কাছে তাঁদের পথ আটকায় পুলিশ।আইএসএফ কর্মীরা পুলিশের ব্যারিকেড ভেঙে এগোতে চাইলে হাতাহাতি বেঁধে যায়। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হতে থাকে। বাসন্তী হাইওয়ের উপরই দু’পক্ষের মধ্যে ধুন্ধুমার শুরু হয়। পুলিশ লাঠিচার্জ শুরু করে। তাতে এক আইএসএফ কর্মীর মাথা ফাটে বলে অভিযোগ। এরপরই বাসন্তী হাইওয়েতে বসে বিক্ষোভে শামিল হন আইএসএফ কর্মীরা। ওয়াকফ বিরোধী আন্দোলনে সম্প্রতি তপ্ত হয়ে উঠেছে বাংলার কোনও কোনও এলাকা। তার মধ্যে বিশেষ নজরে মুর্শিদাবাদ, দক্ষিণ ২৪ পরগনা। প্রতিবাদের নামে জনবিরোধী কার্যকলাপ বরদাস্ত নয় বলে আগেই সতর্ক করেছেন রাজ্য পুলিশের উচ্চপদস্থ কর্তারা। মুখ্যমন্ত্রী নিজেও এনিয়ে হুঁশিয়ারি দিয়েছেন।