
মুর্শিদাবাদে হিংসা বিজেপির পূর্বপরিকল্পিত বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে তোপ মমতার, দিল্লিতে ওয়াকফ আন্দোলনের ডাক
ইমাম-মোয়াজ্জেমদের সমাবেশ থেকে মুর্শিদাবাদের অশান্তি প্রসঙ্গে কেন্দ্রকে নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এটা পূর্বপরিকল্পিত সাম্প্রদায়িক অশান্তি বলেও দাবি করেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, “বিজেপি রাম নবমীর সময় দাঙ্গা চালানোর পরিকল্পনা করেছিল, কিন্তু ব্যর্থ হয়েছে ৷ আমি জনগণের বিভাজন হতে দেব না, আমি ঐক্য চাই।” ওয়াকফ আইন নিয়ে মুর্শিদাবাদ হিংসায় ইতিমধ্যেই মৃত্যু হয়েছে তিন জনের ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে নামাতে হয়েছে কেন্দ্রীয় বাহিনী ৷ এই পরিস্থিতিতে বুধবার নেতাজি ইন্ডোরে ইমাম-মোয়াজ্জেমদের সমাবেশে গোটা ঘটনায় কেন্দ্রকেই দায়ী করেছেন মুখ্যমন্ত্রী ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, “ক্ষমতা থেকে বিজেপিকে সরিয়ে দেওয়ার পর আমরা বিজেপি কর্তৃক পাস করা সমস্ত জনবিরোধী বিল প্রত্যাহার করব। কিছু প্ররোচনা দেওয়া হয়েছে। যদি তৃণমূলই এসব করত, তাহলে তৃণমূলের সাংসদ, বিধায়কদের বাড়িতে হামলা হত না। যেখানে গণ্ডগোল হয়েছে, সেটা কংগ্রেসের জেতা আসন। জেতার সময় জিতবে। হিংসা হলে রাস্তায় বেরবে না ৷ জন প্রতিনিধিদের সঙ্গে থাকতে হবে।” পাশাপাশি মৃতের পরিবার পিছু 10 লক্ষ টাকা করে এদিন আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ যাদের বাড়ি ভাঙা হয়েছে, তাদের বাংলার বাড়ি প্রকল্পে ঘর তৈরি করে দেওয়া হবে এবং দোকান ভাঙচুরের ক্ষতিপূরণও দেওয়া হবে বলেও জানান মুখ্যমন্ত্রী। এদিন নাম না করে অমিত শাহকেও নিশানা করেছেন মমতা ৷ তাঁর কথায়, “আপনি কেন এসব করছেন ? আপনি তো কোনওদিন প্রধানমন্ত্রী হতে পারবেন না।” তিনি আরও বলেন, “সীমান্ত পেরিয়ে যে বাংলাদেশিরা ঢুকেছে, তার জন্য দায়ী কে ? বিএসএফ কাদের নির্দেশে কাজ করে ? স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশে। আমাদের কী দোষ ? আপনার বিএসএফ কেন ঢুকতে দিল বাংলাদেশীদের ?” শুধু তাই নয়, এদিন মুখ্যমন্ত্রী আরও বলেন, “সবার অধিকার কেড়েছে এই আইন, ওয়াকফ প্রসঙ্গে মমতা ৷ বিজেপির কথায় দয়া করে অশান্তি করবেন না। কেউ অশান্তি করলে কন্ট্রোল করুন। ওয়াকফ আইন পাশ করানোর ক্ষেত্রে এত তাড়াহুড়ো করার কী ছিল।” একই সঙ্গে, ওয়াকফ সংক্রান্ত আন্দোলন বাংলায় নয়, দিল্লিতে হওয়া উচিত বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। পাল্টা বিজেপি বুধবার অভিযোগ করেছে, পশ্চিমবঙ্গে হিন্দুরা লক্ষ্যবস্তু হামলার শিকার হচ্ছে ৷ পুলিশ দাঙ্গাবাজদের ক্ষেত্রে কোনও পদক্ষেপ নিচ্ছে না বলেও অভিযোগ বিজেপির ৷