‘আমাদের কোনও মুসলিম লোক তাড়ায়নি, বিজেপির লোকজন তাড়িয়েছে’, মুর্শিদাবাদের মহিলাদের বক্তব্যে চাঞ্চল্য

‘আমাদের মুসলিমরা তাড়ায়নি। বিজেপি সব লুটপাট করে তাড়িয়ে দিয়েছে…’, দাবি করছেন সামশেরগঞ্জ থানা এলাকার এক ঘরছাড়া হিন্দু পরিবার। সাংবাদিকদের জানালেন মহিলারা। যা নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। বেশি সংখ্যক মানুষ ঘরছাড়া দেখানোর জন্য বিজেপি বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিয়ে তাঁদের ঘরছাড়া করতে বাধ্য করছে। যদিও তৃণমূলের অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। তাঁদের দাবি, বিজেপির উপর দোষ চাপানোর জন্য শিখিয়ে দেওয়া হচ্ছে এমন বলতে। বিজেপি’র জঙ্গিপুর সাংগঠনিক জেলার সভাপতি সুবলচন্দ্র ঘোষ বলেন, ‘ওই মহিলা তৃণমূল নেতাদের শেখানো বুলি আওড়াচ্ছে। ওই ঘটনার সঙ্গে বিজেপি’র কোনও যোগ নেই। এখন বিজেপিকে কালিমালিপ্ত করার খেলায় নেমেছে তৃণমূল। ওই ঘটনা তার প্রমাণ।’ পাল্টা সামশেরগঞ্জের তৃণমূল বিধায়ক আমিরুল ইসলাম বলেন, ‘সত্যি কথা শোনার অভ্যাস নেই বিজেপি নেতাদের। তাঁরা যেমন সকালে ঘুম থেকে ওঠার পর থেকেই মিথ্যে কথা বলেন। সকলকে তাঁদের মতো মনে করছেন।’ জেলা প্রশাসন সূত্রে খবর, অশান্তির পর থেকে প্রায় ৫০০ জনের বেশি মানুষ ঘরছাড়া হয়েছিলেন। রবিবার ১৯ জনকে বাড়ি ফিরিয়েছিল পুলিশ। সোমবার ৪৯ জনকে। মঙ্গলবার কয়েকশো মানুষকে ফেরানো হয়েছে। জঙ্গিপুরের পুলিশ সুপার জানিয়েছেন, বুধবার আরও ৬টি পরিবারকে ফিরিয়ে আনা হচ্ছে। বাকি পরিবারগুলিকেও খুব শীঘ্রই ফিরিয়ে আনা হবে।

error: Content is protected !!