দেশের পরবর্তী প্রধান বিচারপতি হচ্ছেন ভূষণ রামকৃষ্ণ গাভাই

দেশের পরবর্তী প্রধান বিচারপতি হচ্ছেন বিচারপতি ভূষণ রামকৃষ্ণ গাভাই, যিনি বি আর গাভাই নামেই সুপরিচিত। বুধবার কেন্দ্রের কাছে তাঁর নাম সুপারিশ করেছেন বিদায়ী প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। তাঁর পরে সুপ্রিম কোর্টের দ্বিতীয় প্রবীণতম বিচারপতি হলেন গাভাই। আগামী ১৩ মে অবসর নেবেন দেশের প্রধান বিচারপতি খান্না। সব ঠিকঠাক থাকলে তার পরদিন অর্থাৎ ১৪ মে দেশের ৫২তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেবেন গাভাই।  আগামী ছ’মাস তিনি ওই পদে থাকবেন। চলতি বছরের ২৩ নভেম্বর তাঁর অবসর নেওয়ার কথা। 
১৯৬০ সালে ২৪ নভেম্বর অমরাবতীতে জন্মগ্রহণ করেন গাভাই। ২০০৩ সালে ১৪ নভেম্বর বম্বে হাইকোর্টে অতিরিক্ত বিচারপতি হিসেবে নিযুক্ত হয়েছিলেন। দু’বছর পরে স্থায়ী বিচারপতি পদে নিয়োগ পান। সুপ্রিম কোর্টের একাধিক সাংবিধানিক বেঞ্চের অংশ হিসেবে ঐতিহাসিক কিছু রায় দান করেছেন তিনি। সেগুলির মধ্যে উল্লেখযোগ্য ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল, সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ, নির্বাচনী বন্ডের মতো একাধিক উল্লেখযোগ্য মামলা।

error: Content is protected !!