উত্তরপ্রদেশে মূক ও বধির দলিত নাবালিকাকে ধর্ষণ, সিগারেট দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে গোপনাঙ্গ

ফের ধর্ষণ উত্তরপ্রদেশে। এ বার এক মূক ও বধির দলিত নাবালিকাকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ। ১১ বছর বয়সি ওই নাবালিকাকে ধর্ষণের পরে তার উপর শারীরিক নির্যাতন করা হয় বলেও অভিযোগ। পুলিশ সূত্রে খবর, ওই নাবালিকার শরীরে একাধিক আঘাতের চিহ্ন আছে। তার গোপনাঙ্গে সিগারেটের ছ্যাকা দেওয়া হয় বলেও অভিযোগ। বুধবার ওই নাবালিকাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। উত্তরপ্রদেশের রামপুর এলাকার ওই ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও পুলিশ সূত্রে খবর। জানা গিয়েছে, ওই নাবালিকার বাবা একজন প্রান্তিক কৃষক। মঙ্গলবার বিকাল থেকে নিখোঁজ ছিল নাবালিকা। বুধবার, তাদের বাড়ি থেকে কিছুটা দূরে একটা মাঠের মধ্যে অর্ধ-নগ্ন এবং অচেতন অবস্থায় তাকে দেখতে পান গ্রামের একজন। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে নিয়ে আসা হয় হাসপাতালে। চিকিৎসক জানিয়েছেন, এখনও ট্রমার মধ্যে আছে ওই নাবালিকা। এক বা একাধিক ব্যক্তি ওই নাবালিকাকে ধর্ষণ করেছে বলে সন্দেহ ওই চিকিৎসকের। তিনি জানান, ওই নাবালিকার মুখে ভোঁতা কিছু দিয়ে আঘাত করা হয়েছিল। মেয়েটির যৌনাঙ্গে একাধিক আঘাতের চিহ্ন আছে। সেই সঙ্গে সিগারেট জাতীয় জিনিস দিয়ে পুড়িয়ে দেওয়া হয় ওই নাবালিকার গোপনাঙ্গ। সেখানকার অতিরিক্ত পুলিশ সুপার অতুল কুমার শ্রীবাস্তব জানান, ওই নাবালিকার বাবার দায়ের করা অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। আগেও উত্তর প্রদেশে একাধিক দলিত নাবালিকাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ।

error: Content is protected !!