
মুর্শিদাবাদে হিংসা কবলিত এলাকায় ত্রাণ দিতে যাওয়ার অনুমতি দিল হাইকোর্ট
মুর্শিদাবাদের হিংসা কবলিত এলাকায় ত্রাণ দিতে যাওয়ার জন্য অনুমতি দিল কলকাতা হাইকোর্ট । সপ্তাহে একদিন করে এক-একটি জায়গায় তিনজন সদস্যের দলকে যাওয়ার অনুমতি দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা । বেঁধে দেওয়া হয়েছে আরও কিছু শর্ত ৷ তিনজন সদস্যের দল গঠন করে এলাকায় ত্রাণ নিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে স্বেচ্ছাসেবী সংগঠনকে । যাঁরা ওই এলাকায় ত্রাণ নিয়ে যাবেন সেই সদস্যদের তালিকা ২৪ ঘণ্টা আগে থেকে জেলাশাসককে জানাতে হবে বলে জানিয়েছে আদালত । যাঁরা ত্রাণ দিতে যাবেন, তাঁরা যেন কোনওরকম উস্কানিমূলক মন্তব্য না-করেন সেই নির্দেশ দিয়েছেন বিচারপতি ৷ আগামী পাঁচ মে ফের এই মামলার শুনানি হবে । বৃহস্পতিবার স্বেচ্ছাসেবী সংগঠনের আইনজীবী বিল্বদল ভট্টাচার্য আদালতে বলেন, “খালি ত্রাণটা পৌঁছে দেওয়ার জন্য যেটুকু সময় দরকার সেটুকু সময় দেওয়া হোক ৷ সপ্তাহে একদিন করে যেতে অনুমতি দেওয়া হোক ।” রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় তাঁর এই আবেদনের বিরোধিতা করলেও বিচারপতি অমৃতা সিনহা রাজ্যের বক্তব্য খারিজ করে দেন । গতকালই কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করে এই মামলা দায়ের করেছিলেন বিশ্বজিৎকুমার দাস । ওয়াকফ সংশোধনী আইন বাতিলের দাবিতে মুর্শিদাবাদে অশান্তির ঘটনার পর সেখানে ত্রাণশিবির খুলতে চায় বিরোধী রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত একটি সমাজসেবী সংগঠন । তারা খাবার, ওষুধ, জামাকাপড় তুলে দিতে চায় আক্রান্তদের হাতে । এই জন্য অনুমতি চাইলেও ত্রাণ পাঠানোর জন্য অনুমতি দেয়নি পুলিশ । মামলাকারীর অভিযোগ ছিল, ওই এলাকায় বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যরা যাচ্ছেন, কিন্তু ওই সমাজসেবী সংগঠনকে কাজ করতে দেওয়া হচ্ছে না । ঘরছাড়াদের তাঁদের স্বাভাবিক জীবনে ফেরাতে কাজ করতে চাইলেও তাতে অনুমতি দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করা হয়েছিল আদালতে ।