
মুর্শিদাবাদ নিয়ে তদন্ত করার জন্য সিট গঠন করা হয়েছে, আমি অনুরোধ করব কেউ যেন গিয়ে পরিস্থিতিকে অশান্ত না করেনঃ মুখ্যমন্ত্রী
ওয়াকফ আইনের প্রতিবাদে রাজ্যের বিভিন্ন জায়গায় অশান্তির খবর ছড়িয়ে পড়েছে। মুর্শিদাবাদ, দক্ষিণ ২৪ পরগনা থেকে এসেছে অশান্তির খবর৷ বারবার শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার ফের নবান্ন থেকে মুর্শিদাবাদের পরিস্থিতি নিয়ে কথা বললেন তিনি, সরাসরি ভুয়ো খবর ছড়ানোর অভিযোগ তুললেন বিজেপির বিরুদ্ধে। মুখ্যমন্ত্রী এদিন বলেন, ‘মুর্শিদাবাদ নিয়ে তদন্ত করার জন্য সিট গঠন করা হয়েছে। আমি অনুরোধ করব কেউ যেন গিয়ে পরিস্থিতিকে অশান্ত না করেন। শান্তির বাতাবরণ ফিরে এসেছে, এখন যেটা দরকার মানুষের কাছে আত্মবিশ্বাস ফিরে আসা। আমি তো যেতে পারতাম, আমি ঠিক সময়ে যাব। রাজ্যপালকে বলব, কিছুদিন অপেক্ষা করুন। আমাদের মহিলা কমিশনও যেতে চেয়েছিল, বলেছি কয়েকদিন অপেক্ষা করতে।’ এদিন মুখ্যমন্ত্রীর অভিযোগ, ‘আগে বর্ডারের ৫ কিলোমিটার বিএসএফ-এর অধীনে ছিল, এখন ৫০ কিলোমিটার বিএসএফের অধীনে নিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী। আগে আমাদের কাছে সব তথ্য থাকত। কারা আসছে, কেন আসছে, কিন্তু এখন আমাদের পুলিশকে অ্যালও করে না ডেটা নিতে এখনকার হোম মিনিস্টার। বিএসএফ বর্ডার দেখে, সিআইএসএফ কোল দেখে, গরু দেখে বিএসএফ। এর মধ্যে আমাদের জড়াচ্ছেন কেন?’ মুখ্যমন্ত্রীর অনুরোধ, ‘সবাই শান্তিতে থাকুন, দাঙ্গা তৈরি করা হয় কিছু ক্রিমিনালদের দিয়ে। আজকাল টাকা দিয়ে অনেক কিছু হয়। এই সময়ে কোনও কোনও পলিটিকাল নেতা মাছ ধরতে বেরিয়ে যায়। আমি চাই আমার দেশ ভাল থাকুক, শান্তির জন্য এখনই মিছিল, মিটিং করার দরকার নেই। দেখুন আইন কী বলে। এটা রাজনীতি করার জায়গা নয়। ইলেকশন আসলে এক বছর আগে থেকে এই খেলা হয়। এজেন্সি কে দিয়ে হয়। এটা যে করে তার নাম তো গতকাল বলে দিয়েছি। মানুষকে আমি কেয়ার করি, আর কাউকেই কেয়ার করি না।’ মুর্শিদাবাদের বহু খবর ভুয়ো দাবি করে এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, ‘বিজেপির টাকায় অনেক এজেন্সি আছে, আমাদেরও আইটি সেল আছে, অনেক দুর্বল, এত ক্ষমত নেই। বিজেপির আইটি সেল গোটা দেশে বাংলাকে নিয়ে পড়ে আছে। ৯৯ পার্সেন্ট ফেক খবর।’