
মাইনে নিয়ে চিন্তা করছিলাম, দেখবো শিক্ষকদের যেন কোনও অসুবিধে না হয় : মুখ্যমন্ত্রী
সুপ্রিমকোর্টের আজকের সিদ্ধান্তের পর কার্যত সাময়িক স্বস্তিতে ২০১৬-র প্যানেলে চাকরি বাতিল হওয়া শিক্ষকদের একাংশ। মধ্যশিক্ষা পর্ষদের আর্জিতে সাড়া দিয়ে দেশের সর্বোচ্চ আদালত জানিয়ে দিয়েছে, টেন্টেড নন অর্থাৎ ‘অযোগ্য’ নন এমন শিক্ষকেরা আপাতত চাইলে স্কুলে যেতে পারবেন। চলতি বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে নতুন নিয়োগ হওয়া পর্যন্ত চাকরিহারাদের জন্য এই সিদ্ধান্ত বহাল রাখছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের সিদ্ধান্তে প্রতিক্রিয়া দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার নবান্ন থেকে বলেন, “সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্তে আপাতত স্বস্তি”। মমতা জানান, “ডিসেম্বর পর্যন্ত সময় দিয়েছে। এটা স্বস্তি আপাতত। ওদের মাইনে দেওয়া নিয়ে চিন্তা করছিলাম। আমরা দেখব ওদের যেন কোনও অসুবিধা না হয়। এই বছরের মধ্যে সব সমাধান হয়ে যাবে। আশা করি ভুল করব না। মানুষের কাজে আমি ভুল করি না। আমি তো ভাল ইংলিশ, হিন্দি জানি না। আমি তো এলিট ক্লাসে বিলং করি না।আমি আপাতত খুশি। শিক্ষকরা মাইনে পাবেন। একটা স্বস্তি হয় যখন ভবিষ্যৎও স্বস্তি হয়। আপনাদের বেদনা হলে আমাদের বেদনা লাগে।” মুখ্যমন্ত্রী আরও বলেন, এই বিষয়ে আইনি পথে এগোনোর জন্য শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে কথা বলেছেন তিনি। মুখ্যমন্ত্রীর কথায়, “আইনমাফিক যা করার করব। আইনজীবীরা আসুক ওদের সঙ্গে কথা বলব। ব্রাত্যকে বলেছি আইনজীবীদের সঙ্গে কথা বলতে।”