মুর্শিদাবাদে বাবা-ছেলে খুনে গ্রেফতার আরও এক, বাড়ি ফিরছেন ঘরছাড়ারা

 মুর্শিদাবাদে হিংসার ঘটনার তদন্তে বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে । দলের মাথায় রয়েছেন ডিআইজি মুর্শিদাবাদ রেঞ্জ ওয়াকার রেজা । তিনি মুর্শিদাবাদে অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে পুলিশের ক্যাম্পে এখনও রয়েছেন । পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হচ্ছে । বৃহস্পতিবার ভবানী ভবনে একথা জানান এডিজি (দক্ষিণবঙ্গ) সুপ্রতীম সরকার । তিনি আরও জানান, জাফরাবাদে বাবা ও ছেলেকে খুনের ঘটনায় আরও একজনকে গ্রেফতার করা হয়েছে ৷ এদিন সুপ্রতীম সরকার জানান, মুর্শিদাবাদে সুতি-সহ বিভিন্ন এলাকায় যে হিংসার ঘটনা ঘটেছিল, সেই ঘটনায় এখনও পর্যন্ত ২৭৪ জনকে গ্রেফতার করা হয়েছে । এছাড়াও সুতি, সামশেরগঞ্জ, ধুলিয়ান-সহ মুর্শিদাবাদের একাধিক জায়গায় অশান্তির ঘটনায় এবার নয় সদস্যদের স্পেশাল ইনভেস্টিগেশন টিম (সিট) গঠন করেছে রাজ্য পুলিশ । এই নয় সদস্যের মধ্যে আছেন রাজ্য পুলিশের এডিজি পদের পদস্থ আধিকারিকরা । তাতে আইবি, এসটিএফ, সিআইডি-সহ বিভিন্ন পদের আধিকারিকরা আছেন । ভবানী ভবন সূত্রের খবর, জাফরাবাদে হরগোবিন্দ দাস এবং চন্দন দাসকে খুনের অভিযোগ ওঠে । সেই ঘটনায় প্রথমে তদন্তে নেমে রাজ্য পুলিশ কালু নাদাব এবং দিলদার নাদাবকে গ্রেফতার করেছিল । আজ ভোরে এই ঘটনায় যুক্ত থাকার সন্দেহে ইনজামুল হক নামে আর একজনকে গ্রেফতার করা হয় । তাঁকে রাজ্য পুলিশের এসটিএফের গোয়েন্দারা সুতি থেকে গ্রেফতার করেন । ধৃত ইনজামুল রাজমিস্ত্রির কাজ করতেন । হিংসার ঘটনার প্রমাণ লোপাটের জন্য তিনি এলাকার সব সিসিটিভি ক্যামেরা ভেঙে দিয়েছিলেন বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে ৷ এছাড়াও আজ রাজ্য পুলিশের এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতীম সরকার বলেন, “মুর্শিদাবাদে ধুলিয়ান-সহ একাধিক তপ্ত এলাকায় বহু মানুষ ঘরছাড়া হয়েছিলেন । তাঁরা ধীরে ধীরে ঘরে ফিরে আসতে শুরু করেছেন । আজও একাধিক মানুষ নিজের নিজের ঘরে ফিরে আসবেন বলে আমাদের কাছে খবর আছে ৷” ভবানী ভবন সূত্রে খবর, মুর্শিদাবাদে ধুলিয়ান, সুতি এলাকায় পরিস্থিতি শান্ত করতে পুলিশের ক্যাম্প হচ্ছে । ইতিমধ্যেই রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ এবং এসটিএফের নজরে রয়েছে ২০টিরও বেশি ইউটিউবার । যাদের ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ পাঠিয়েছে ভবানী ভবন । নজরে রয়েছে এক্স হ্যান্ডেল সহ বিভিন্ন ফেসবুকের অ্যাকাউন্টও । মোট ২ হাজার ৫০০ সোশাল সাইট ব্লক করেছে রাজ্য পুলিশ ।

error: Content is protected !!