
মুর্শিদাবাদের পথে রাজ্যপাল সিভি আনন্দ বোস
ওয়াকফ প্রতিবাদে উত্তপ্ত মুর্শিদাবাদে আপাতত না-যাওয়ার জন্য রাজ্যপাল সিভি আনন্দ বোসের কাছে অনুরোধ জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এদিন নবান্ন থেকে তিনি বলেন, “আমি নিজেও এখন সেখানে যাচ্ছি না । কারণ এখন সবচেয়ে দরকার মানুষের মধ্যে আত্মবিশ্বাস ফিরিয়ে আনা । এটা কনফিডেন্স বিল্ডিংয়ের সময় ।” তবে মুখ্যমন্ত্রীর অনুরোধ উপেক্ষা করে রাজ্যপাল আজ সন্ধেতেই মুর্শিদাবাদের উদ্দেশে রওনা হচ্ছেন বলে রাজভবন সূত্রে জানা গিয়েছে ৷ ওয়াকফ সংশোধনী আইন বাতিলের দাবিতে গত কয়েকদিন ধরেই উত্তপ্ত মুর্শিদাবাদ ও তার আশপাশের এলাকাগুলি । রাজ্য সরকার, বিএসএফ, পুলিশ যৌথভাবে কাজ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে । এই অবস্থায় আজ মুর্শিদাবাদে যাওয়ার কথা ঘোষণা করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস । এই মুহূর্তে রাজ্যপালের সফরের ফলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে, এই আশঙ্কা থেকেই রাজ্যপাল সিভি আনন্দ বোসকে সফর স্থগিত রাখার জন্য এদিন অনুরোধ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এদিনই বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ‘ঘরছাড়া’দের একটি প্রতিনিধি দল নিয়ে রাজভবনে যান । এরপরেই রাজ্যপাল জানান, তিনি মুর্শিদাবাদে যেতে চান পরিস্থিতি খতিয়ে দেখতে । সেই ঘোষণার পরই নবান্ন থেকে প্রতিক্রিয়া দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, এই মুহূর্তে বহিরাগতদের উপস্থিতি পরিস্থিতি জটিল করে তুলতে পারে । তাঁর কথায়, “স্থানীয় মানুষজন বাদে এখন কারও ওইসব এলাকায় না যাওয়াই ভালো ৷”