ওয়াকফ সম্পত্তিতে আপাতত কোনও পরিবর্তন নয়, মোদি সরকারের জবাব চাইলো সুপ্রিমকোর্ট, পরবর্তী শুনানি ৫ মে

আপাতত ওয়াকফ সম্পত্তিগুলিকে ‘ডি-নোটিফায়েড’ করা অর্থাৎ ওয়াকফ নয় বলে ঘোষণা করা যাবে না ৷ বৃহস্পতিবার সংশোধনী ওয়াকফ আইন নিয়ে মামলার দ্বিতীয় দিনের শুনানিতে প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এই নির্দেশ দিয়েছে ৷ পরবর্তী শুনানি ৫ মে ৷ এই সময়কাল পর্যন্ত কোনও ওয়াকফ সম্পত্তি তা ‘ওয়াকফ বাই ইউজার’ হলেও তা ওয়াকফ তালিকা থেকে বের করা যাবে না ৷ এই বিষয়ে এক সপ্তাহের মধ্যে কেন্দ্রীয় সরকারকে তার বক্তব্য জমা দিতে নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত ৷ এছাড়া এই সময়ের মধ্যে সেন্ট্রাল ওয়াকফ কাউন্সিল ও বোর্ডে নতুন কোনও নিয়োগ করা যাবে না ৷ এদিন সংশোধিত ওয়াকফ আইনের কয়েকটি বিষয়ে সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ জারির প্রস্তাবের তীব্র বিরোধিতা করে কেন্দ্রীয় সরকার ৷ প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ছাড়াও এই বেঞ্চের অন্য দুই সদস্য বিচারপতি পিভি সঞ্জয় কুমার এবং বিচারপতি কেভি বিশ্বনাথন এদিন দুপুর দুটোয় মামলার শুনানি শুরু করেন ৷ প্রধান বিচারপতি বলেন, “১৯৯৫ সালের ওয়াকফ আইনে যে সম্পত্তিগুলিকে ওয়াকফ বলে ঘোষণা করা হয়েছে, সেগুলির কোনও পরিবর্তন হবে না ৷” তখন কেন্দ্রীয় সরকারের তরফে সলিসিটর জেনারেল তুষার মেহতা আদালতের কাছে এক সপ্তাহ সময় চেয়ে নেন ৷ তিনি বলেন, “আমাকে এক সপ্তাহ সময় দিন ৷ আমি প্রাথমিক কিছু বিষয় জানাতে চাই ৷” তখন বেঞ্চ জানায়, “এর মধ্যে সেন্ট্রাল ওয়াকফ কাউন্সিল এবং বোর্ডে কোনও নিয়োগ করা যাবে না ৷”

error: Content is protected !!