গুজরাতে সরকারি বাসের সঙ্গে অটোর মুখোমুখি সংঘর্ষ, মৃত ৬

সরকারি বাসের সঙ্গে অটোর মুখোমুখি সংঘর্ষ, ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে অটোয় থাকা ৬ যাত্রীর। বৃহস্পতিবার দুর্ঘটনাটি ঘটে গুজরাতের পাটন জেলার সামি গ্রামের কাছে, সামি-রাধাপুর সড়কে। পুলিশ সূত্রে জানা যায়, গুজরাতের হিম্মতনগর থেকে কচ্ছের দিকে যাচ্ছিল রাজ্য পরিবহনের বাসটি, সেই সময় উলটো দিক থেকে আসছিল একটি অটো। বাস ও অটোর মুখোমুখি সংঘর্ষে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। পাটান জেলার পুলিশ সুপার ভি কে নায়ী জানান, ” অটোয় থাকা ৬ যাত্রীর ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। দুর্ঘটনার অভিঘাত এতটাই তীব্র ছিল যে অটোটির দুমড়ানো-মুচড়ানো অবশেষ বাসের নীচে আটকে যায়।” প্রাথমিক অনুমানে মনে করা হচ্ছে, বাস ও অটোর রেষারেষির সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে অটোয় ধাক্কা মারে। অটোর ভিতর চালক ছাড়াও ছিলেন পাঁচ জন। ঘটনাস্থলেই মৃত্যু হয় প্রত্যেকের। দুর্ঘটনার খবর পেয়ে এলাকায় যান স্থানীয় বিজেপি বিধায়ক লাভিংজি ঠাকোর।

error: Content is protected !!