
গুজরাতে সরকারি বাসের সঙ্গে অটোর মুখোমুখি সংঘর্ষ, মৃত ৬
সরকারি বাসের সঙ্গে অটোর মুখোমুখি সংঘর্ষ, ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে অটোয় থাকা ৬ যাত্রীর। বৃহস্পতিবার দুর্ঘটনাটি ঘটে গুজরাতের পাটন জেলার সামি গ্রামের কাছে, সামি-রাধাপুর সড়কে। পুলিশ সূত্রে জানা যায়, গুজরাতের হিম্মতনগর থেকে কচ্ছের দিকে যাচ্ছিল রাজ্য পরিবহনের বাসটি, সেই সময় উলটো দিক থেকে আসছিল একটি অটো। বাস ও অটোর মুখোমুখি সংঘর্ষে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। পাটান জেলার পুলিশ সুপার ভি কে নায়ী জানান, ” অটোয় থাকা ৬ যাত্রীর ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। দুর্ঘটনার অভিঘাত এতটাই তীব্র ছিল যে অটোটির দুমড়ানো-মুচড়ানো অবশেষ বাসের নীচে আটকে যায়।” প্রাথমিক অনুমানে মনে করা হচ্ছে, বাস ও অটোর রেষারেষির সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে অটোয় ধাক্কা মারে। অটোর ভিতর চালক ছাড়াও ছিলেন পাঁচ জন। ঘটনাস্থলেই মৃত্যু হয় প্রত্যেকের। দুর্ঘটনার খবর পেয়ে এলাকায় যান স্থানীয় বিজেপি বিধায়ক লাভিংজি ঠাকোর।