‘আগামী ২১ এপ্রিলের মধ্যে পুরো প্যানেল খতিয়ে দেখে যোগ্য ও অযোগ্যদের একটি তালিকা প্রকাশ করবে এসএসসি’, জানালেন শিক্ষামন্ত্রী

অবশেষে এসএসসি-র চাকরিহারা ‘যোগ্য’ শিক্ষকদের জন্য সাময়িক সমাধান সূত্র মিলল সুপ্রিম কোর্টে। আপাতত ‘টেন্টেড’ (অযোগ্য) তালিকায় নাম না-থাকা ‘যোগ্য’ শিক্ষক-শিক্ষিকারা ৩১ ডিসেম্বর পর্যন্ত স্কুলে পড়াতে পারবেন বলে জানিয়েছে শীর্ষ আদালত। পড়ুয়াদের কথা ভেবেই সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্ত। এরপরই এ বিষয়ে মুখ খোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নবান্ন থেকে তিনি বলেন, “ডিসেম্বর পর্যন্ত সময় দিয়েছে। এটা স্বস্তি আপাতত। ওদের মাইনে দেওয়া নিয়ে চিন্তা করছিলাম। আমরা দেখব ওদের যেন কোনও অসুবিধা না হয়। এই বছরের মধ্যে সব সমাধান হয়ে যাবে। আশা করি ভুল করব না। মানুষের কাজে আমি ভুল করি না। আমি তো ভাল ইংলিশ, হিন্দি জানি না। আমি তো এলিট ক্লাসে বিলং করি না।আমি আপাতত খুশি। শিক্ষকরা মাইনে পাবেন। একটা স্বস্তি হয় যখন ভবিষ্যৎও স্বস্তি হয়। আপনাদের বেদনা হলে আমাদের বেদনা লাগে।” আর মুখ্যমন্ত্রীর পর এবার এ নিয়ে মুখ খুললেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও। তিনি বলেন, ”মুখ্যমন্ত্রী যেমন বলেছেন ওদের পাশে পূর্ণ আইনি সহযোগিতা নিয়ে থাকব। এরপরেও যা যা করার সেগুলো করতে আমরা বদ্ধপরিকর।” ব্রাত্য বসু আরও বলেন, ”যোগ্য শিক্ষা কর্মীদের পাশেও আমরা আছি। চিন্তা করতে বারণ করব। শিক্ষকদের ক্ষেত্রে যেমন রায় এসেছে, পরবর্তী ক্ষেত্রে দেখা যাক শিক্ষা কর্মীদের ক্ষেত্রে কী হয়।” আগামিকাল থেকে কারা স্কুলে যাবেন সেই নিয়ে কোনও তালিকা প্রকাশ করা হবে কি না জানতে চাওয়া হলে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, ‘এদিনের রায়ে কাল থেকে কারা স্কুলে যাবেন সেই নিয়ে শিক্ষকদের কোনও তালিকা প্রকাশের কথা মহামান্য আদালত বলেননি। তাই এরকম কোনও তালিকা প্রকাশের প্রশ্ন নেই।’ তবে এ প্রসঙ্গেই শিক্ষামন্ত্রী স্পষ্ট করেন পূর্ব ঘোষণা অনুযায়ী, এসএসসি ২১ এপ্রিল পুরো প্যানেল খতিয়ে দেখে যোগ্য ও অযোগ্যদের একটি তালিকা প্রকাশ করবে। বিরোধীদের আক্রমণ করে ব্রাত্য বসু বলেন, ”বিরোধী দল কোনও দিনই যোগ্য চাকরিপ্রার্থীদের পাশে ছিল না। বিরোধী দল আজকেও সবকিছু বানচাল করার জন্য কয়েক জনকে হাজির হয়েছিল। কিন্তু সরকার সবার।” মুখ্যমন্ত্রীও জানিয়ে দিয়েছেন, এই বিষয়ে আইনি পথে এগোনোর জন্য শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে কথা বলেছেন তিনি। মমতার কথায়, “আইনমাফিক যা করার করব। আইনজীবীরা আসুক ওদের সঙ্গে কথা বলবো। ব্রাত্যকে বলেছি আইনজীবীদের সঙ্গে কথা বলতে।”

error: Content is protected !!